ফারিয়া রহমান খান
ত্বকের যত্নে প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের ভেষজ উপকরণ ব্যবহৃত হয়ে আসছে। এগুলো শীতের বৈরী আবহাওয়া থেকে ত্বক আর্দ্র ও সতেজ রাখতে খুব ভালো কাজ করে। ভেষজ মানে কিন্তু খুব দামি বা দুষ্প্রাপ্য কোনো বিষয় নয়। এসব জিনিসপত্র আপনার বাসায় এমনিতেই থাকে। একটু খুঁজে নিলেই হয়।
ত্বকের সুস্থতার অনেকটাই খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। তাই শীতকালে প্রতিদিনের খাবারে সবজি—যেমন গাজর, টমেটো, পালংশাক, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, লেটুসপাতা, শিম, বরবটি ইত্যাদি রাখুন। এ জিনিসগুলো ভেতর থেকে যেমন আমাদের শরীরে পুষ্টি জোগায়, তেমনি বাইরে থেকে ত্বকের যত্নেও এসব সবজি খুবই উপকারী।
গাজর
গাজর ভিটামিন এ-এর খুবই ভালো উৎস। এটি ত্বক নরম ও উজ্জ্বল রাখতে সহায়তা করে। ফেস মাস্ক হিসেবে ব্যবহারের জন্য একটি গাজর সেদ্ধ করে ভালোভাবে পিষে নিয়ে এর সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। এরপর ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক সুস্থ রাখতে সপ্তাহে অন্তত দুইবার এ মাস্কটি ব্যবহার করুন।
টমেটো
এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি আছে। এ ছাড়া আছে লাইসোপিন নামের গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বকের দাগ, বলিরেখা এবং মলিনতা দূর করে একে নতুন রূপ দেয়। ব্রণের সমস্যা সমাধানে টমেটো ব্লেন্ড করে ব্রণের ওপর লাগান। ব্রণ কমে যাবে। তা ছাড়া স্ক্র্যাবার হিসেবেও টমেটো খুব ভালো কাজ করে। টমেটো ও পুদিনাপাতা ব্লেন্ড করে তার সঙ্গে ৪ থেকে ৫ চামচ চিনি মিশিয়ে হাতে ও মুখে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। ১৫ মিনিটের মতো ম্যাসাজ করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার এটি করে দেখুন। ত্বক উজ্জ্বল হতে থাকবে।
বাঁধাকপি
বাঁধাকপিতে সালফার, ভিটামিন ডি ও অন্যান্য খনিজ উপাদান রয়েছে। বাঁধাকপি রান্নার আগে ভাপিয়ে পানি ছেঁকে নিন। এই পানি ফেলে না দিয়ে ঠান্ডা করে মুখ ধোয়ার সময় ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। মুখে যেসব জায়গায় ব্রণ হয়েছে বা চামড়া কুঁচকে গেছে, সেই সব জায়গায় বাঁধাকপির রস লাগিয়ে রাখুন। বাঁধাকপির রস ব্রণ বা বলিরেখা দূর করতে সাহায্য করে। লেটুস পাতাশীতকালে প্রচুর পরিমাণে লেটুস পাতা পাওয়া যায়।
শীতের সবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে; যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক সহায়ক। তাই প্রচুর পরিমাণে ফলের জুস, রান্না করা সবজি ও ভেষজ স্যুপ করেও খেতে হবে। ত্বকের বাহ্যিক চর্চায় ফেসপ্যাকে কমলার রস, মুলার রস, নতুন আলুর রস, টমেটোর রস ব্যবহার করলে সুফল পাওয়া যাবে। শোভন সাহা, কসমেটোলজিস্ট শোভন মেকওভার
লেটুসে আছে ভিটামিন এ, সি, জিংক, ফলিক অ্যাসিড এবং ভিটামিন ই। লেটুসপাতা প্যাক হিসেবেও ব্যবহার করা যায়। লেটুসপাতা ব্লেন্ড করে তার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেটুস ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে।
পালংশাক
পালংশাকে ভিটামিন এ, সি, ই, কে এবং প্রচুর পরিমাণে খনিজ থাকার ফলে এটি শরীরের জন্য খুবই উপকারী। ফেস মাস্ক তৈরি করার জন্য পালংশাক সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। এরপর ১ টেবিল চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক খুবই সতেজ দেখাবে। এটি ত্বকে টোনিংয়ের কাজ করে।
ত্বকের যত্নে প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের ভেষজ উপকরণ ব্যবহৃত হয়ে আসছে। এগুলো শীতের বৈরী আবহাওয়া থেকে ত্বক আর্দ্র ও সতেজ রাখতে খুব ভালো কাজ করে। ভেষজ মানে কিন্তু খুব দামি বা দুষ্প্রাপ্য কোনো বিষয় নয়। এসব জিনিসপত্র আপনার বাসায় এমনিতেই থাকে। একটু খুঁজে নিলেই হয়।
ত্বকের সুস্থতার অনেকটাই খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। তাই শীতকালে প্রতিদিনের খাবারে সবজি—যেমন গাজর, টমেটো, পালংশাক, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, লেটুসপাতা, শিম, বরবটি ইত্যাদি রাখুন। এ জিনিসগুলো ভেতর থেকে যেমন আমাদের শরীরে পুষ্টি জোগায়, তেমনি বাইরে থেকে ত্বকের যত্নেও এসব সবজি খুবই উপকারী।
গাজর
গাজর ভিটামিন এ-এর খুবই ভালো উৎস। এটি ত্বক নরম ও উজ্জ্বল রাখতে সহায়তা করে। ফেস মাস্ক হিসেবে ব্যবহারের জন্য একটি গাজর সেদ্ধ করে ভালোভাবে পিষে নিয়ে এর সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। এরপর ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক সুস্থ রাখতে সপ্তাহে অন্তত দুইবার এ মাস্কটি ব্যবহার করুন।
টমেটো
এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি আছে। এ ছাড়া আছে লাইসোপিন নামের গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বকের দাগ, বলিরেখা এবং মলিনতা দূর করে একে নতুন রূপ দেয়। ব্রণের সমস্যা সমাধানে টমেটো ব্লেন্ড করে ব্রণের ওপর লাগান। ব্রণ কমে যাবে। তা ছাড়া স্ক্র্যাবার হিসেবেও টমেটো খুব ভালো কাজ করে। টমেটো ও পুদিনাপাতা ব্লেন্ড করে তার সঙ্গে ৪ থেকে ৫ চামচ চিনি মিশিয়ে হাতে ও মুখে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। ১৫ মিনিটের মতো ম্যাসাজ করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার এটি করে দেখুন। ত্বক উজ্জ্বল হতে থাকবে।
বাঁধাকপি
বাঁধাকপিতে সালফার, ভিটামিন ডি ও অন্যান্য খনিজ উপাদান রয়েছে। বাঁধাকপি রান্নার আগে ভাপিয়ে পানি ছেঁকে নিন। এই পানি ফেলে না দিয়ে ঠান্ডা করে মুখ ধোয়ার সময় ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। মুখে যেসব জায়গায় ব্রণ হয়েছে বা চামড়া কুঁচকে গেছে, সেই সব জায়গায় বাঁধাকপির রস লাগিয়ে রাখুন। বাঁধাকপির রস ব্রণ বা বলিরেখা দূর করতে সাহায্য করে। লেটুস পাতাশীতকালে প্রচুর পরিমাণে লেটুস পাতা পাওয়া যায়।
শীতের সবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে; যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক সহায়ক। তাই প্রচুর পরিমাণে ফলের জুস, রান্না করা সবজি ও ভেষজ স্যুপ করেও খেতে হবে। ত্বকের বাহ্যিক চর্চায় ফেসপ্যাকে কমলার রস, মুলার রস, নতুন আলুর রস, টমেটোর রস ব্যবহার করলে সুফল পাওয়া যাবে। শোভন সাহা, কসমেটোলজিস্ট শোভন মেকওভার
লেটুসে আছে ভিটামিন এ, সি, জিংক, ফলিক অ্যাসিড এবং ভিটামিন ই। লেটুসপাতা প্যাক হিসেবেও ব্যবহার করা যায়। লেটুসপাতা ব্লেন্ড করে তার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেটুস ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে।
পালংশাক
পালংশাকে ভিটামিন এ, সি, ই, কে এবং প্রচুর পরিমাণে খনিজ থাকার ফলে এটি শরীরের জন্য খুবই উপকারী। ফেস মাস্ক তৈরি করার জন্য পালংশাক সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। এরপর ১ টেবিল চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক খুবই সতেজ দেখাবে। এটি ত্বকে টোনিংয়ের কাজ করে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে