Ajker Patrika

দুদকের জালে জীবন বীমার এমডিসহ দুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৬: ৩৬
দুদকের জালে জীবন বীমার এমডিসহ দুজন

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হকসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সচিব মাহবুব হোসেন গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলায় জীবন বীমার ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক ও সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) মোহাম্মদ মাহবুবুল আলমকে আসামি করা হয়েছে। তদন্তে আর কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।’

গত ১৩ সেপ্টেম্বর দুদক জীবন বীমা করপোরেশন অফিসে অভিযান চালায়। জীবন বীমা করপোরেশনের উচ্চমান সহকারীসহ ৫১২ পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসসহ বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে অন্তত ৪০ কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত