Ajker Patrika

বগুড়ায় করোনা শনাক্ত আরও ৫ জনের

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ৪৪
বগুড়ায় করোনা শনাক্ত  আরও   ৫ জনের

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১৩২টি নমুনা পরীক্ষার ফলাফলে পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৭৮। গতকাল দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়।

এই ২৪ ঘণ্টায় করোনায় নতুন কোনো মৃত্যু না থাকায় জেলায় মোট মৃত্যুসংখ্যা ৭৯৩ জনেই অপরিবর্তিত আছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৫। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন একজন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত