পর্যটকদের পদচারণে মুখর কুয়াকাটা সৈকত

পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
Thumbnail image

মহান বিজয় দিবসসহ ছুটি ঘিরে পর্যটকদের পদচারণে মুখর কুয়াকাটা সমুদ্রসৈকত। হাজার পর্যটক ছুটে এসেছেন মনোমুগ্ধকর সমুদ্রসৈকত কুয়াকাটায়।

গতকাল শুক্রবার সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা গেছে, সৈকতে আনন্দ উল্লাসে মেতেছে নানা বয়সের মানুষ। ছোট বাচ্চারা বালিয়াড়িতে গা মিশিয়ে আনন্দ করছে, মধ্য বয়সীরা গভীর সমুদ্রে গোসলে মেতেছেন, আর বয়স্করা ছাতার নিচে বেঞ্চে বসে উপভোগ করছেন বিশাল সমুদ্রের জলরাশি ও গর্জন।

ঢাকার উত্তরা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক আহমেদ হাসান বলেন, `দুই দিনের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটা এসেছি, বিশেষ করে বাচ্চাদের নিয়ে এইবার ভ্রমণ। ওরা লাফালাফি, দুষ্টুমিসহ বেশ আনন্দ করছে।’

লাবনী আক্তার নামে এক পর্যটক বলেন, `বিজয় দিবসের দিনে কুয়াকাটায় আমরা বিজয় উদ্‌যাপন করার জন্য পরিবার নিয়ে এসেছি। ইটপাথরের শহরে বসবাসে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই নিজেদের একটু স্বস্তি দিতে সমুদ্রের বুকে চলে এসেছি। বিজয় দিবসের উল্লাসটা এখানে উপভোগ করছি।’

দুই দিনের ছুটিতে অনেক আগে থেকেই বুকিং হয়ে গেছে কুয়াকাটার বেশির ভাগ হোটেল-মোটেল। আর বেশি পর্যটক হওয়ায় বিগত দিনের ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায়ীরা, এমনটাই জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ডিসেম্বরের শুরুতে পর্যটকের আগমন কম হলেও বিজয় দিবসের বন্ধ থেকে আগমনটা বেড়েছে। ২৩ ডিসেম্বরসহ বেশ কয়েকটি ছুটিতে অসংখ্য বুকিং রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটায়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, আগামী দুই দিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন হবে কুয়াকাটায়। যে কারণে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও মাইকিং করে পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত