পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
মহান বিজয় দিবসসহ ছুটি ঘিরে পর্যটকদের পদচারণে মুখর কুয়াকাটা সমুদ্রসৈকত। হাজার পর্যটক ছুটে এসেছেন মনোমুগ্ধকর সমুদ্রসৈকত কুয়াকাটায়।
গতকাল শুক্রবার সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা গেছে, সৈকতে আনন্দ উল্লাসে মেতেছে নানা বয়সের মানুষ। ছোট বাচ্চারা বালিয়াড়িতে গা মিশিয়ে আনন্দ করছে, মধ্য বয়সীরা গভীর সমুদ্রে গোসলে মেতেছেন, আর বয়স্করা ছাতার নিচে বেঞ্চে বসে উপভোগ করছেন বিশাল সমুদ্রের জলরাশি ও গর্জন।
ঢাকার উত্তরা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক আহমেদ হাসান বলেন, `দুই দিনের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটা এসেছি, বিশেষ করে বাচ্চাদের নিয়ে এইবার ভ্রমণ। ওরা লাফালাফি, দুষ্টুমিসহ বেশ আনন্দ করছে।’
লাবনী আক্তার নামে এক পর্যটক বলেন, `বিজয় দিবসের দিনে কুয়াকাটায় আমরা বিজয় উদ্যাপন করার জন্য পরিবার নিয়ে এসেছি। ইটপাথরের শহরে বসবাসে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই নিজেদের একটু স্বস্তি দিতে সমুদ্রের বুকে চলে এসেছি। বিজয় দিবসের উল্লাসটা এখানে উপভোগ করছি।’
দুই দিনের ছুটিতে অনেক আগে থেকেই বুকিং হয়ে গেছে কুয়াকাটার বেশির ভাগ হোটেল-মোটেল। আর বেশি পর্যটক হওয়ায় বিগত দিনের ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায়ীরা, এমনটাই জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ডিসেম্বরের শুরুতে পর্যটকের আগমন কম হলেও বিজয় দিবসের বন্ধ থেকে আগমনটা বেড়েছে। ২৩ ডিসেম্বরসহ বেশ কয়েকটি ছুটিতে অসংখ্য বুকিং রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটায়।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, আগামী দুই দিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন হবে কুয়াকাটায়। যে কারণে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও মাইকিং করে পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
মহান বিজয় দিবসসহ ছুটি ঘিরে পর্যটকদের পদচারণে মুখর কুয়াকাটা সমুদ্রসৈকত। হাজার পর্যটক ছুটে এসেছেন মনোমুগ্ধকর সমুদ্রসৈকত কুয়াকাটায়।
গতকাল শুক্রবার সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা গেছে, সৈকতে আনন্দ উল্লাসে মেতেছে নানা বয়সের মানুষ। ছোট বাচ্চারা বালিয়াড়িতে গা মিশিয়ে আনন্দ করছে, মধ্য বয়সীরা গভীর সমুদ্রে গোসলে মেতেছেন, আর বয়স্করা ছাতার নিচে বেঞ্চে বসে উপভোগ করছেন বিশাল সমুদ্রের জলরাশি ও গর্জন।
ঢাকার উত্তরা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক আহমেদ হাসান বলেন, `দুই দিনের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটা এসেছি, বিশেষ করে বাচ্চাদের নিয়ে এইবার ভ্রমণ। ওরা লাফালাফি, দুষ্টুমিসহ বেশ আনন্দ করছে।’
লাবনী আক্তার নামে এক পর্যটক বলেন, `বিজয় দিবসের দিনে কুয়াকাটায় আমরা বিজয় উদ্যাপন করার জন্য পরিবার নিয়ে এসেছি। ইটপাথরের শহরে বসবাসে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই নিজেদের একটু স্বস্তি দিতে সমুদ্রের বুকে চলে এসেছি। বিজয় দিবসের উল্লাসটা এখানে উপভোগ করছি।’
দুই দিনের ছুটিতে অনেক আগে থেকেই বুকিং হয়ে গেছে কুয়াকাটার বেশির ভাগ হোটেল-মোটেল। আর বেশি পর্যটক হওয়ায় বিগত দিনের ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায়ীরা, এমনটাই জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ডিসেম্বরের শুরুতে পর্যটকের আগমন কম হলেও বিজয় দিবসের বন্ধ থেকে আগমনটা বেড়েছে। ২৩ ডিসেম্বরসহ বেশ কয়েকটি ছুটিতে অসংখ্য বুকিং রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটায়।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, আগামী দুই দিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন হবে কুয়াকাটায়। যে কারণে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও মাইকিং করে পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪