Ajker Patrika

নতুন শনাক্ত ৩ সুস্থ হলেন ১২

সিলেট প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ১৭
নতুন শনাক্ত ৩ সুস্থ হলেন ১২

সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে নতুন করে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। ৫৬৯ জনের নমুনা পরীক্ষা করলে তাঁদের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ। অপরদিকে এ সময়ে সুস্থ হয়েছেন ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বিভাগে করোনায় কেউ মারা যাননি। ২৪ ঘণ্টায় বিভাগের তিনজনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।

নতুন আক্রান্তদের নিয়ে বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা ৫৪ হাজার ৯৬৯। এঁদের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৮৯৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫ জন, মৌলভীবাজারে ৮ হাজার ১৭৪ জন ও হবিগঞ্জে ৬ হাজার ৬৫৯ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৮০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত