বিনোদন ডেস্ক
১৯৭৮ সালে পর্দায় ডন হয়ে হাজির হন অমিতাভ বচ্চন। এরপর ২০০৬ সালে একই গল্প নিয়ে ডন চরিত্রে অভিনয় করেন শাহরুখ। ডন হিসেবে অমিতাভ ও শাহরুখ দুজনেই সফল। ২০১১ সালে ‘ডন ২’-এর পর নির্মাণ হয়নি এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। এক যুগ পর নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে ‘ডন ৩’। অমিতাভ ও শাহরুখের পর এবার ডন হচ্ছেন রণবীর সিং। এমন ঘোষণার পর থেকে নির্মাতাদের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন শাহরুখ ভক্তরা। ডন চরিত্রে রণবীরকে মেনে নিতে পারছেন না তাঁরা।
তবে এ বিষয়ে এত দিন কোনো কথা বলেননি রণবীর। অবশেষে মুখ খুললেন তিনি। সম্প্রতি সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন রণবীর। সেখানে তিনি এ বিষয়ে কথা বললেন। জানালেন, নিজের মতো করেই ডন চরিত্রে দর্শকের সামনে আসতে চান তিনি।
রণবীর বলেন, ‘হিন্দি সিনেমার সফল ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজি এবং আমাদের দুই সুপারস্টারের অবদানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্পর্কে আমি অবগত। আশা করছি নিজের সেরাটা দিয়ে ডন চরিত্রে আমি আমার মতো করে চমক হাজির করতে পারব।’
সমালোচনা নিয়ে এ অভিনেতার ভাষ্য, ‘এমন সমালোচনা কিংবা শঙ্কা এবারই প্রথম নয়। ঘোষণার পর প্রত্যাশিতভাবেই অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। সিনেমার ইতিহাসে আগেও এমন ঘটনা ঘটেছে। জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেগের নাম ঘোষণার পরেও আশঙ্কা দেখা দিয়েছিল। এটা খুবই সাধারণ ঘটনা।’
শাহরুখের মতো প্রিয়াঙ্কা চোপড়াও থাকছেন না ডন ৩ সিনেমায়। তবে আগের দুইবারের মতো এবারও প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে থাকছেন ফারহান আখতার। ২০২৫ সালে ‘ডন ৩’ মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
১৯৭৮ সালে পর্দায় ডন হয়ে হাজির হন অমিতাভ বচ্চন। এরপর ২০০৬ সালে একই গল্প নিয়ে ডন চরিত্রে অভিনয় করেন শাহরুখ। ডন হিসেবে অমিতাভ ও শাহরুখ দুজনেই সফল। ২০১১ সালে ‘ডন ২’-এর পর নির্মাণ হয়নি এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। এক যুগ পর নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে ‘ডন ৩’। অমিতাভ ও শাহরুখের পর এবার ডন হচ্ছেন রণবীর সিং। এমন ঘোষণার পর থেকে নির্মাতাদের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন শাহরুখ ভক্তরা। ডন চরিত্রে রণবীরকে মেনে নিতে পারছেন না তাঁরা।
তবে এ বিষয়ে এত দিন কোনো কথা বলেননি রণবীর। অবশেষে মুখ খুললেন তিনি। সম্প্রতি সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন রণবীর। সেখানে তিনি এ বিষয়ে কথা বললেন। জানালেন, নিজের মতো করেই ডন চরিত্রে দর্শকের সামনে আসতে চান তিনি।
রণবীর বলেন, ‘হিন্দি সিনেমার সফল ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজি এবং আমাদের দুই সুপারস্টারের অবদানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্পর্কে আমি অবগত। আশা করছি নিজের সেরাটা দিয়ে ডন চরিত্রে আমি আমার মতো করে চমক হাজির করতে পারব।’
সমালোচনা নিয়ে এ অভিনেতার ভাষ্য, ‘এমন সমালোচনা কিংবা শঙ্কা এবারই প্রথম নয়। ঘোষণার পর প্রত্যাশিতভাবেই অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। সিনেমার ইতিহাসে আগেও এমন ঘটনা ঘটেছে। জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেগের নাম ঘোষণার পরেও আশঙ্কা দেখা দিয়েছিল। এটা খুবই সাধারণ ঘটনা।’
শাহরুখের মতো প্রিয়াঙ্কা চোপড়াও থাকছেন না ডন ৩ সিনেমায়। তবে আগের দুইবারের মতো এবারও প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে থাকছেন ফারহান আখতার। ২০২৫ সালে ‘ডন ৩’ মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে