Ajker Patrika

ঘাট-সংকটে দৌলতদিয়া ফেরিজটে ভোগান্তি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ঘাট-সংকটে দৌলতদিয়া ফেরিজটে ভোগান্তি

পদ্মা সেতু চালুর পর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরিতে যানবাহন পারাপার কমে অর্ধেকে নেমে এসেছে। ঘাটে এখন আর যানজট না থাকলেও ঘাট-সংকটে ফেরিজটে চালক ও যাত্রীদের ভোগান্তি অব্যাহত আছে। পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ৬ সেপ্টেম্বর দুপুর থেকে হঠাৎ ভাঙন দেখা দেয়। ঘাট এলাকার নদীপাড়ের প্রায় ১০০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ৫ নম্বর ফেরিঘাট।

সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দৌলতদিয়ার পাঁচটি ঘাটের মধ্যে সব থেকে ব্যস্ততম ৫ নম্বর ফেরিঘাট ভাঙনের কবলে পড়ে বন্ধ আছে। বাকি চারটির মধ্যে ৩ নম্বর ঘাটে ফেরি কম ভিড়তে পারে। এ ছাড়া ৪ ও ৬ নম্বর ঘাট দুটিতে শুধু ছোট ফেরি ভিড়তে পারে। ৭ নম্বর ফেরিঘাটটি এখন খুবই ব্যস্ত। প্রতিটি ঘাটেই একাধিক ফেরি রয়েছে। যেসব যানবাহন ফেরি পার হতে ঘাটে আসছে, লাইনে না থেকেই সিরিয়ালে থাকা ফেরিতে গিয়ে উঠছে।

পাটুরিয়া থেকে দুপুরে ফেরি ‘শাহজালাল’ দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে এসে ভেড়ে। তার আগে এই ঘাটে একটি ছোট ফেরি ও আরেকটি বড় ফেরি যানবাহন আনলোড করে লোড হতে অপেক্ষায় ছিল। এই ফেরিটিও যানবাহন আনলোড করার পর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। এর কিছুক্ষণ পরই রো রো ফেরি ‘কেরামত আলী’ ৩ নম্বর ঘাটে জায়গা না পেয়ে ৭ নম্বর ঘাটে আনলোডের অপেক্ষায় থাকে।

পাশের ৬ নম্বর ঘাটে ভেড়া ছিল ইউটিলিটি ফেরি মাধবীলতা। এই ফেরিটির সিরিয়াল আগে থাকায় ৫ নম্বর ঘাটে অপেক্ষায় থাকা ফেরিটি লোড হতে দেরি হয়। ফলে ‘কেরামত আলী’ ফেরি পকেট না পেয়ে দাঁড়িয়ে থাকে। এরপর ৬ নম্বর ঘাটের ফেরিটি ছেড়ে গেলে ৫ নম্বর ঘাটে থাকা ‘শাহজালাল’ প্রায় ৩০ মিনিট পর লোড হয়। লোড শেষে ছেড়ে গেলে অপেক্ষায় থাকা ‘কেরামত আলী’ ফেরিটি ওই পকেটে লাগে।

কেরামত আলীর যাত্রী জসিমউদদীন বলেন, ‘আমাদের ফেরিটি পাটুরিয়া থেকে ছেড়ে দৌলতদিয়া ঘাটে এসে লাগলেও প্রায় ৪০ মিনিট অপেক্ষায় থাকে আনলোড হতে।’ ঘাটে এসে দ্রুত ফেরি পেলেও আনলোড হতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানচালক আসাদুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা থেকে সকালে যশোরের উদ্দেশে রওনা করি। পাটুরিয়া ঘাটে এসে দ্রুত ফেরি পেলেও দৌলতদিয়া ঘাটে এসে নামতে ৪০ মিনিট পার হয়ে যায়।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পদ্মা সেতু চালুর পর থেকে দৌলতদিয়া ঘাট পারাপার হওয়া যানবাহনের সংখ্যা কমে গেছে। ঘাটের তুলনায় ফেরি বেশি থাকায় একসঙ্গে এক ঘাটে একাধিক ফেরি ভিড়ছে। আগে যেটি আসে সেটি সিরিয়াল অনুযায়ী আগে ছাড়ায় মাঝেমধ্যে একাধিক ফেরি অপেক্ষায় থাকে আনলোড হতে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১০টি ছোট-বড় ফেরি চলাচল করছে। বন্ধ থাকা ৫ নম্বর ফেরিঘাট দ্রুত চালু করার জন্য চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত