সবুর শুভ, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের পুকুর পাড়ের পাশে পড়ে আছে ২২টি বড় গাছ। বিক্রির জন্য গাছগুলো টুকরো টুকরো করে রাখা হয়েছে। এসব গাছ রাতের আঁধারে কাটা হয়েছিল।
নিলামে বিক্রির পর মনজুর সওদাগর নামের এক ব্যবসায়ীর লোকজন ক্রেন দিয়ে ট্রাকে তুলছিলেন গাছগুলো।
খবর পেয়ে ছুটে আসেন বাঁশখালী আদালতের বিচারক মাইনুল ইসলাম ও মোহাম্মদ মোস্তফা। তাঁদের সঙ্গে ছিলেন বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি দিলীপ কুমার দাশ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, নুরুল আবছার ও দীপংকর দে। তাঁরা এসে গাছগুলো জব্দ করে রাখেন। কারণ, এসব গাছ কাটা হয়েছে বিচারকদের জন্য প্রস্তাবিত আবাসিক প্রকল্পের জায়গা থেকে। যে জায়গা আদালতের জন্য ১৯৮২-৮৩ সালে অধিগ্রহণ করা হয়। যদিও গাছগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরীর নির্দেশে কাটা হয়।
জানা গেছে, গত ২৩ নভেম্বর রাতের আঁধারে কাটা এসব গাছের মধ্যে রয়েছে ইউক্যালিপটাস, আকাশমণি ও মেহগনি। এই ঘটনা নিয়ে আইনজীবী ও বিচারকেরা জরুরি বৈঠক করে বিষয়টি আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতিকে জানিয়েছেন।
এ বিষয়ে বাঁশখালীর ইউএনও মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘জায়গাটা আমাদের (উপজেলা প্রশাসনের)। এ কারণে গাছগুলো কাটা হয়েছিল।’
বিচারকেরা অধিগ্রহণমূলে এটা তাঁদের জায়গা বলে দাবি করছেন। আপনি বলছেন, এটি আপনাদের জায়গা—এর সমাধান কী? জবাবে মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নেবে।’
বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি দীলিপ কুমার দাশ বলেন, ‘১৯৮২-৮৩ সালে আদালতের জন্য ব্যক্তিমালিকানাধীন ২ দশমিক ২৫ একর জায়গা অধিগ্রহণ করা হয়। এই জায়গার এক অংশে বিচারকদের জন্য আবাসন গড়ে তোলার প্রস্তাবনা আছে। অধিগ্রহণের পর বিচারকদের জায়গা কীভাবে উপজেলা প্রশাসনের হয়, তা আমার মাথায় আসে না।’
এদিকে ২৯ নভেম্বর চার পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আইনজীবী দীলিপ কুমার দাশ।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের পুকুর পাড়ের পাশে পড়ে আছে ২২টি বড় গাছ। বিক্রির জন্য গাছগুলো টুকরো টুকরো করে রাখা হয়েছে। এসব গাছ রাতের আঁধারে কাটা হয়েছিল।
নিলামে বিক্রির পর মনজুর সওদাগর নামের এক ব্যবসায়ীর লোকজন ক্রেন দিয়ে ট্রাকে তুলছিলেন গাছগুলো।
খবর পেয়ে ছুটে আসেন বাঁশখালী আদালতের বিচারক মাইনুল ইসলাম ও মোহাম্মদ মোস্তফা। তাঁদের সঙ্গে ছিলেন বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি দিলীপ কুমার দাশ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, নুরুল আবছার ও দীপংকর দে। তাঁরা এসে গাছগুলো জব্দ করে রাখেন। কারণ, এসব গাছ কাটা হয়েছে বিচারকদের জন্য প্রস্তাবিত আবাসিক প্রকল্পের জায়গা থেকে। যে জায়গা আদালতের জন্য ১৯৮২-৮৩ সালে অধিগ্রহণ করা হয়। যদিও গাছগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরীর নির্দেশে কাটা হয়।
জানা গেছে, গত ২৩ নভেম্বর রাতের আঁধারে কাটা এসব গাছের মধ্যে রয়েছে ইউক্যালিপটাস, আকাশমণি ও মেহগনি। এই ঘটনা নিয়ে আইনজীবী ও বিচারকেরা জরুরি বৈঠক করে বিষয়টি আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতিকে জানিয়েছেন।
এ বিষয়ে বাঁশখালীর ইউএনও মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘জায়গাটা আমাদের (উপজেলা প্রশাসনের)। এ কারণে গাছগুলো কাটা হয়েছিল।’
বিচারকেরা অধিগ্রহণমূলে এটা তাঁদের জায়গা বলে দাবি করছেন। আপনি বলছেন, এটি আপনাদের জায়গা—এর সমাধান কী? জবাবে মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নেবে।’
বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি দীলিপ কুমার দাশ বলেন, ‘১৯৮২-৮৩ সালে আদালতের জন্য ব্যক্তিমালিকানাধীন ২ দশমিক ২৫ একর জায়গা অধিগ্রহণ করা হয়। এই জায়গার এক অংশে বিচারকদের জন্য আবাসন গড়ে তোলার প্রস্তাবনা আছে। অধিগ্রহণের পর বিচারকদের জায়গা কীভাবে উপজেলা প্রশাসনের হয়, তা আমার মাথায় আসে না।’
এদিকে ২৯ নভেম্বর চার পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আইনজীবী দীলিপ কুমার দাশ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে