Ajker Patrika

শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতার স্মরণে দোয়া

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ২৪
শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতার স্মরণে দোয়া

শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক মুহাম্মদ আখতার স্মরণে ধনবাড়ী উপজেলায় কিসামত মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসে দোয়ার আয়োজন করেন তাঁর ছোট ভাই ধনবাড়ী মডেল কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফ হোসেন।

শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক মুহাম্মদ আখতার ছাত্রাবস্থায় ছড়াকার হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ‘দৈনিক ইত্তেফাক’-এ সংশোধনী বিভাগে চাকরি নেন। পরবর্তী সময়ে মুহাম্মদ আখতার ইস্টার্ন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লি.-এ ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। এখান থেকেই তাঁর ব্যবস্থাপনায় প্রকাশ করেন সাপ্তাহিক ‘ললনা’। বাংলা টাইপ রাইটারের সংস্কার ও উন্নতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ’৭১-এর মুক্তিযুদ্ধের সময় তিনি প্রত্যক্ষভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেন।

১৯৭১ সালের ১০ ডিসেম্বর হানাদার বাহিনীর এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলসামস ও শান্তি কমিটির লোকেরা তাঁকে বাসা থেকে রাত ৯টায় তুলে নিয়ে যায়। স্বাধীনতার পর ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের লাশের সঙ্গে তাঁরও গুলিবিদ্ধ, হাত-পা বাঁধা অবস্থায় গলিত লাশ পাওয়া যায়। ১৯ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমিতেই লাশ দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত