Ajker Patrika

পোলিং এজেন্টদের জন্যআচরণ বিধিমালা হবে

মো. হুমায়ূন কবীর, ঢাকা
পোলিং এজেন্টদের জন্যআচরণ বিধিমালা হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোলিং এজেন্টদের জন্য আচরণ বিধিমালা তৈরি করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সময় একজন পোলিং এজেন্টেরা কী করবেন এবং কী করবেন না, তা আচরণ বিধিমালায় নির্ধারণ করে দেওয়া হবে।

এবারই প্রথম এই ধরনের কোনো উদ্যোগ নিল নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 
ইসি সূত্র জানায়, ভোটকেন্দ্রে যেসব পোলিং এজেন্ট থাকেন, তাঁরা তাঁদের দায়িত্ব সম্পর্কে জানেন না। তাঁরা এটাও জানেন না, কেন 
তাঁদের নিয়োগ করা হয়েছে।

এ জন্যই মূলত কমিশন এই বিষয়ে লিখিত আকারে আচরণ বিধিমালা তৈরি করার উদ্যোগ নিচ্ছে। এটি হলে পোলিং এজেন্টরা সহজেই তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পারবেন।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তাঁর বক্তব্যে নির্বাচনে পোলিং এজেন্টদের গুরুত্বের কথা জানান। তিনি বলেন, পোলিং এজেন্টরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে নির্বাচনী অনিয়ম অনেকাংশে কমে যাবে।

এই বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, পোলিং এজেন্টদের জন্য আচরণ বিধিমালা করা যায় কি না, বিষয়টা কমিশন চিন্তাভাবনা করছে। এই লক্ষ্যে ৪ অক্টোবর একটি কর্মশালা আছে। কমিশনে কাজ করে গেছেন এমন কর্মকর্তা, নির্বাচন কমিশনার, একজন প্রধান নির্বাচন কমিশনারও থাকবেন ওই কর্মশালায়। তাঁরা এই বিষয়ে মতামত দেবেন। সেখান থেকে পাওয়া পরামর্শের আলোকে পোলিং এজেন্টদের জন্য আচরণ বিধিমালা তৈরি করা হবে।

অশোক কুমার আরও বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতসহ বহু দেশে পোলিং এজেন্টদের জন্য কোড অব কনডাক্ট আছে। পোলিং এজেন্টরা কী ধরনের কাজ করবেন, এই জিনিসটি আমাদের দেশে কোথাও লেখা নেই। এই জন্য বিষয়টি জানা দরকার।’ তিনি বলেন, ‘আমরা চাচ্ছি, পোলিং এজেন্টরা একটি প্রক্রিয়ার মধ্যে আসুক। তাঁরা তাঁদের কাজ সম্পর্কে জানুক। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, তারা যাঁদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ করবে, তাঁরা যেন সঠিকভাবে তাঁদের দায়িত্বটা পালন করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

জুলাই ফাউন্ডেশনে অর্থ কেলেঙ্কারির অভিযোগে নাগরিক কমিটির পিংকি কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত