কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি মাদ্রাসার অফিস সহকারী থেকে অন্য মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ পেতে জালিয়াতির অভিযোগ উঠেছে। উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা কাজী মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের মো. মশাহিদ আলী ও পৃথিমপাশা ইউনিয়নের মো. ফরিদ উদ্দিন আহমদ। এ অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কাজী মো. রফিকুল ইসলাম ২০০২ সালে গনকিয়া দাখিল মাদ্রাসায় সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ পান। কিন্তু মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় তিনি সেখানে যোগদান করেননি। ২০০৩ সালে স্থানীয় রবিরবাজার দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে যোগদান করেন তিনি। সেই পদে ১৯ বছরের বেশি সময় ধরে তিনি দায়িত্বে আছেন।
এ ছাড়া ২০১২ সাল থেকে তিনি পৃথিমপাশা ইউনিয়নের তালাক ও বিয়ে নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি মাদ্রাসায় ইনডেক্সধারী অফিস সহকারীর দায়িত্বে থাকা সত্ত্বেও পুরোনো নিয়োগপত্র দেখিয়ে অন্য আরেকটি মাদ্রাসায় নিয়োগ নিয়েছেন তিনি। গত জুন মাসে গনকিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হয়। পরে তিনি আগের সেই নিয়োগপত্র দেখিয়ে গত ১ আগস্ট গনকিয়া দাখিল মাদ্রাসায় সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে যোগদান করেন। তবে যোগদানের বিষয়টি অস্বীকার করেছেন কাজী রফিকুল ইসলাম।
জানতে চাইলে কাজী রফিকুল ইসলাম বলেন, ‘সদ্য এমপিওভুক্ত হওয়ায় গনকিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে ওই পদে আবেদন করতে বলে। তারই পরিপ্রেক্ষিতে আমার কাগজপত্র তাঁদের কাছে জমা দিয়েছি। তবে এখনো যোগদান করিনি। দারুচ্ছুন্নাহ মাদ্রাসা থেকে অফিস সহকারী পদ থেকে অব্যাহতিপত্র জমা দিয়েছি।’
রবিরবাজার দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল জব্বার বলেন, ‘২০০৩ সাল থেকে রফিকুল ইসলাম আমাদের মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। এখনো আমাদের মাদ্রাসা থেকে তিনি অব্যাহতি নেননি।’
গনকিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আবু আইয়ুব আনসারী বলেন, ‘মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, ‘এ বিষয়ে দুটি পৃথক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে।’
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি মাদ্রাসার অফিস সহকারী থেকে অন্য মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ পেতে জালিয়াতির অভিযোগ উঠেছে। উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা কাজী মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের মো. মশাহিদ আলী ও পৃথিমপাশা ইউনিয়নের মো. ফরিদ উদ্দিন আহমদ। এ অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কাজী মো. রফিকুল ইসলাম ২০০২ সালে গনকিয়া দাখিল মাদ্রাসায় সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ পান। কিন্তু মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় তিনি সেখানে যোগদান করেননি। ২০০৩ সালে স্থানীয় রবিরবাজার দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে যোগদান করেন তিনি। সেই পদে ১৯ বছরের বেশি সময় ধরে তিনি দায়িত্বে আছেন।
এ ছাড়া ২০১২ সাল থেকে তিনি পৃথিমপাশা ইউনিয়নের তালাক ও বিয়ে নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি মাদ্রাসায় ইনডেক্সধারী অফিস সহকারীর দায়িত্বে থাকা সত্ত্বেও পুরোনো নিয়োগপত্র দেখিয়ে অন্য আরেকটি মাদ্রাসায় নিয়োগ নিয়েছেন তিনি। গত জুন মাসে গনকিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হয়। পরে তিনি আগের সেই নিয়োগপত্র দেখিয়ে গত ১ আগস্ট গনকিয়া দাখিল মাদ্রাসায় সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে যোগদান করেন। তবে যোগদানের বিষয়টি অস্বীকার করেছেন কাজী রফিকুল ইসলাম।
জানতে চাইলে কাজী রফিকুল ইসলাম বলেন, ‘সদ্য এমপিওভুক্ত হওয়ায় গনকিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে ওই পদে আবেদন করতে বলে। তারই পরিপ্রেক্ষিতে আমার কাগজপত্র তাঁদের কাছে জমা দিয়েছি। তবে এখনো যোগদান করিনি। দারুচ্ছুন্নাহ মাদ্রাসা থেকে অফিস সহকারী পদ থেকে অব্যাহতিপত্র জমা দিয়েছি।’
রবিরবাজার দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল জব্বার বলেন, ‘২০০৩ সাল থেকে রফিকুল ইসলাম আমাদের মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। এখনো আমাদের মাদ্রাসা থেকে তিনি অব্যাহতি নেননি।’
গনকিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আবু আইয়ুব আনসারী বলেন, ‘মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, ‘এ বিষয়ে দুটি পৃথক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে