বিনোদন ডেস্ক
যেকোনো গল্পে সাধারণত প্রেম থাকে শুরুতে। এরপর বিভিন্ন অধ্যায় পেরিয়ে অনেক সময় বিচ্ছেদ হয়। আবার ভাঙা সম্পর্ক জোড়াও লাগে। তবে জি বাংলার নতুন ধারাবাহিকের প্রোমো দেখাল অন্য এক কাহিনি। যেখানে নায়ক-নায়িকার গল্প শুরুই হচ্ছে বিচ্ছেদ দিয়ে। নতুন এই ধারাবাহিকের নাম ‘সোহাগ জল’। মুখ্য চরিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শ্বেতা মৌ ভট্টাচার্য ও হানি বাফনা।
প্রোমোতে দেখা গেছে, বাড়ির আদরের বৌমা জয়ী। সবার প্রতি তার খেয়াল। কিন্তু এ বাড়িতে বেশি দিন নেই সে। স্বামী শুভ্রর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না জয়ীর। তাই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রিয় সংসার ছেড়ে চলে যাওয়ার আগেও শ্বশুরকে বারবার চা বানিয়ে দেওয়া, শাশুড়িকে খয়ের ছাড়া পান সাজিয়ে দেওয়া, ননদকে গরম পানি দিয়ে নিয়মিত রেওয়াজ করতে বলা, দেবরের পছন্দমতো জলখাবার বানিয়ে দেওয়া—সব কাজই হাসিমুখে করে জয়ী। শুধু তা-ই নয়, সে চলে গেলে বাড়ির সব কাজ সবাই কীভাবে সামলাবে, সেটা নিয়েও চিন্তিত।
জয়ী বাড়ি ছেড়ে যাওয়ার সময় কিছুটা নরম হয় শুভ্র। ইতস্তত করেই বলে, ‘আরও কিছুক্ষণ থেকে গেলে হয় না?’ অনুরোধ রাখে না জয়ী। বলে, ‘এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে।’ তারপর বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়ে সে। তবে প্রোমোতে এ ইঙ্গিতও পাওয়া যায়, দূরে গিয়েই কাছে আসবে তাঁরা। শুরু হবে নতুন পথচলা। ‘সোহাগ জল’-এর ট্যাগলাইন তাই দেওয়া হয়েছে ‘দূরে গিয়েও কাছে আসার গল্প।’ শিগগিরই জি বাংলার পর্দায় দেখা যাবে সিরিয়ালটি।
‘সোহাগ জল’-এ জয়ী চরিত্রের অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য কলকাতার ধারাবাহিকের জনপ্রিয় মুখ। ‘যমুনা ঢাকি’, ‘সিঁদুরখেলা’, ‘জড়োয়ার ঝুমকো’র মতো একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। দেব প্রযোজিত ‘প্রজাপতি’ সিনেমায়ও দেখা যাবে তাঁকে। অন্যদিকে হানি বাফনাও টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা। ‘বকুল কথা’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘গ্রামের রানী বীণাপাণি’ সিরিয়ালগুলো দিয়ে পরিচিতি পেয়েছেন তিনি।
যেকোনো গল্পে সাধারণত প্রেম থাকে শুরুতে। এরপর বিভিন্ন অধ্যায় পেরিয়ে অনেক সময় বিচ্ছেদ হয়। আবার ভাঙা সম্পর্ক জোড়াও লাগে। তবে জি বাংলার নতুন ধারাবাহিকের প্রোমো দেখাল অন্য এক কাহিনি। যেখানে নায়ক-নায়িকার গল্প শুরুই হচ্ছে বিচ্ছেদ দিয়ে। নতুন এই ধারাবাহিকের নাম ‘সোহাগ জল’। মুখ্য চরিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শ্বেতা মৌ ভট্টাচার্য ও হানি বাফনা।
প্রোমোতে দেখা গেছে, বাড়ির আদরের বৌমা জয়ী। সবার প্রতি তার খেয়াল। কিন্তু এ বাড়িতে বেশি দিন নেই সে। স্বামী শুভ্রর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না জয়ীর। তাই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রিয় সংসার ছেড়ে চলে যাওয়ার আগেও শ্বশুরকে বারবার চা বানিয়ে দেওয়া, শাশুড়িকে খয়ের ছাড়া পান সাজিয়ে দেওয়া, ননদকে গরম পানি দিয়ে নিয়মিত রেওয়াজ করতে বলা, দেবরের পছন্দমতো জলখাবার বানিয়ে দেওয়া—সব কাজই হাসিমুখে করে জয়ী। শুধু তা-ই নয়, সে চলে গেলে বাড়ির সব কাজ সবাই কীভাবে সামলাবে, সেটা নিয়েও চিন্তিত।
জয়ী বাড়ি ছেড়ে যাওয়ার সময় কিছুটা নরম হয় শুভ্র। ইতস্তত করেই বলে, ‘আরও কিছুক্ষণ থেকে গেলে হয় না?’ অনুরোধ রাখে না জয়ী। বলে, ‘এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে।’ তারপর বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়ে সে। তবে প্রোমোতে এ ইঙ্গিতও পাওয়া যায়, দূরে গিয়েই কাছে আসবে তাঁরা। শুরু হবে নতুন পথচলা। ‘সোহাগ জল’-এর ট্যাগলাইন তাই দেওয়া হয়েছে ‘দূরে গিয়েও কাছে আসার গল্প।’ শিগগিরই জি বাংলার পর্দায় দেখা যাবে সিরিয়ালটি।
‘সোহাগ জল’-এ জয়ী চরিত্রের অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য কলকাতার ধারাবাহিকের জনপ্রিয় মুখ। ‘যমুনা ঢাকি’, ‘সিঁদুরখেলা’, ‘জড়োয়ার ঝুমকো’র মতো একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। দেব প্রযোজিত ‘প্রজাপতি’ সিনেমায়ও দেখা যাবে তাঁকে। অন্যদিকে হানি বাফনাও টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা। ‘বকুল কথা’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘গ্রামের রানী বীণাপাণি’ সিরিয়ালগুলো দিয়ে পরিচিতি পেয়েছেন তিনি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪