Ajker Patrika

ইউএনওকে হুমকি দিলেন নবনির্বাচিত চেয়ারম্যান

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১: ৫৩
ইউএনওকে হুমকি  দিলেন  নবনির্বাচিত চেয়ারম্যান

পঞ্চগড়ে নির্বাচনে বিজয়ী হয়েই দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত এক চেয়ারম্যানের বিরুদ্ধে। ইতিমধ্যে এক বক্তব্যের সময় দেওয়া হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত চেয়ারম্যানের নাম আজগর আলী। তিনি গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউপি থেকে নৌকা প্রতীক পেয়ে বিজয়ী হয়েছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার নবনির্বাচিত আজগর আলীর নিজের গ্রাম শান্তিনগরে এক আনন্দসভার আয়োজন করা হয়। ওই সভায় চেয়ারম্যান আজগর বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে দেবীগঞ্জের ইউএনওকে হুমকি দিয়ে বলেন, ‘ইউএনও মহোদয় আপনি জেনে রাখুন, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের রোষানল থেকে আপনিও নিস্তার পাবেন না। আপনাকে আমি খাগড়াছড়ি, বান্দরবানে পাঠিয়ে ছাড়ব। আপনার প্রশাসন যেভাবে আজগর আলীর বিপক্ষে অবস্থান নিয়ে যে ষড়যন্ত্র করে ছিল, সেই ষড়যন্ত্র আংশিক হলেও আমরা রক্ষা করতে পেরেছি। বাদ বাকিটা জনগণই এবার হাড়ে হাড়ে আপনাদেরকে বুঝিয়ে দেবে।’

এ বিষয়ে জানার জন্য দন্ডপাল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

হুমকির বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে আমি ওই নবনির্বাচিত চেয়ারম্যানে বক্তব্যটি দেখেছি এবং শুনেছি। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

আওয়ামী লীগের সমর্থনে নৌকা প্রতীকে ৪ হাজার ৯১৩ ভোট পেয়ে বিজয়ী হন আজগর আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

জুলাই ফাউন্ডেশনে অর্থ কেলেঙ্কারির অভিযোগে নাগরিক কমিটির পিংকি কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত