নাদিম মজিদ
ইউরোপের দেশ জার্মানি। এ দেশে স্কিল জনশক্তির অভাব রয়েছে। তারা সব সময় দক্ষ জনশক্তিকে তাদের দেশে আকর্ষণ করে থাকে। এ জন্য যেমন স্কলারশিপ এবং ফান্ডিং রয়েছে, আবার স্কলারশিপ বা ফান্ডিংয়ের বাইরেও বিনা খরচে জার্মানিতে যাওয়ার বেশ কিছু উপায় রয়েছে। যাঁরা জার্মানির স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করছেন, তাঁদের জানা আছে স্কলারশিপ/ফান্ডিং ছাড়া স্টুডেন্ট ভিসা পেতে দীর্ঘ ওয়েটিং পিরিয়ডের কথা। এই দীর্ঘ ওয়েটিং পিরিয়ড কমানোর জন্য অনেকে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন বা নেওয়ার চেষ্টা করেন। না বুঝে কাজ করার কারণে কোনো কোনো উদ্যোগ উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
না খরচে জার্মানিতে আসার উপায়
আমরা জানি যে, জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসার সময় যদি কোনো ফান্ডিং থাকে, তাহলে জার্মান দূতাবাস তাদের ভিসা ফাস্ট-ট্রেক করে খুব অল্প সময়ের মধ্যে (সচরাচর ২-৮ সপ্তাহ) দিয়ে দেয়। এখানে পয়েন্ট হচ্ছে দুটো: এক নম্বর হলো একটি ফান্ডিং, আরেকটি হলো ভিসা পাওয়ার জন্য ওয়েটিং পিরিয়ড। কেউ ফান্ডিং পেলে খুব দ্রুত ভিসা হয়ে যায় জার্মানিতে। জার্মানিতে আসার জন্য অনেকেই জার্মানির ব্যাংকে যে টাকা (প্রায় ১৩.৫ লাখ) ব্লক করে, তা জোগাড় করতে পারেন না। তাঁদের জন্য এই বিনা খরচে আসার উপায়গুলো খুব গুরুত্বপূর্ণ।
জার্মানিতে বিনা খরচে আসার উপায়গুলোকে কয়েক ভাগে ভাগ করা যায়:
১. Ausbildung
Ausbildung মানে হলো, আপনি কোনো বিষয়ের ওপর কাজ করবেন এবং সঙ্গে সঙ্গে কিছু থিওরিও শিখবেন। এ ক্ষেত্রে যে কোম্পানিতে আপনি Ausbildung করবেন, ওই কোম্পানি আপনাকে মাসে মোটামুটি ৭৫০ ইউরো থেকে ১১০০ ইউরো পর্যন্ত বেতন দেবে। এই বেতন বা ফান্ডিংটা আপনি পেলে মোটামুটি আপনার জার্মানিতে আসার জন্য খুব বেশি টাকা ব্যাংকে রাখতে হবে না। ধরুন, আপনি ৮০০ ইউরো বেতন পেলেন Ausbildung-এ, তা হলে আপনাকে বাকি প্রায় ১৩৪ ইউরো মাসিক হিসাবে ১ বছরে ১৬০০ ইউরো ব্যাংকে রাখতে হবে। তবে এ ক্ষেত্রে আপনার প্রধান যোগ্যতাগুলো হলো, কমপক্ষে ১০ বছরের পড়াশোনা, জার্মান ভাষার B১ (B২ হলে বেটার) সার্টিফিকেট। আপনার জার্মান ভাষার সার্টিফিকেট থাকলে জার্মান কোম্পানিগুলোতে আবেদন করে Ausbildung পেতে পারেন। Ausbildung পেলে ওটার কন্ট্রাক্টসহ দূতাবাসে ভিসার জন্য আবেদন করলে কয়েক সপ্তাহের মধ্যেই ভিসা ইন্টারভিউ পাবেন।
২. ডুয়েল স্টাডি
ডুয়েল স্টাডি হলো একটি পড়াশোনার পদ্ধতি, যেখানে অর্ধেক সময় কোম্পানিতে কাজ করবেন, আর অর্ধেক সময় ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন। এই ডুয়েল স্টাডি ব্যাচেলরস বা মাস্টারস হতে পারে। ডুয়েল স্টাডিতেও আপনাকে কোম্পানি থেকে বেতন দেওয়া হয়। এটা প্রায় ৭৫০ থেকে ১৫০০ ইউরো হতে পারে মাসে। এটা একটা সুবর্ণ সুযোগ, যেখানে পড়াও যায়, আবার টাকাও পাওয়া যায়। ডুয়েল স্টাডির বেশির ভাগ জার্মান ভাষায় হয়। তবে ইংলিশ দিয়েও কোথাও কোথাও ডুয়েল স্টাডিতে পড়ানো হয়। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো, পড়াশোনাকালে চাকরি, আপনার নিজের অভিজ্ঞতা বাড়াচ্ছে, আর পাস করার পর জব পাওয়ার ক্ষেত্রে বিরাট সুবিধা পাবেন। আবার কেউ যদি এভাবে বেতনসহ ডুয়েল স্টুডিতে চান্স পান, তা হলে তিনি খুব দ্রুত জার্মান ভিসা ইন্টারভিউ পাবেন এবং প্রায় বিনা খরচে পাবেন।
৩. স্কলারশিপ
জার্মানিতে অনেক ধরনের স্কলারশিপ আছে, যার কিছু অংশ DAAD ওয়েবসাইটে দেওয়া আছে। কিন্তু DAAD ওয়েবসাইটের বাইরেও অনেক স্কলারশিপ আছে। সাধারণত জার্মানিতে ২০০ ইউরো থেকে ২০০০ ইউরো পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন কেউ। কারও স্কলারশিপ হলে তিনি জার্মান ভিসা ইন্টারভিউ কল কয়েক সপ্তাহের মধ্যেই পেতে পারেন।
৪. ইন্টার্নশিপ
অনেক দেশের শিক্ষার্থীরা জার্মানিতে ইন্টার্নশিপ নিয়ে আসেন। মাস্টারস বা ব্যাচেলরসে পড়াকালে যদি কেউ জার্মানিতে ইন্টার্নশিপ নিয়ে আসেন, তা হলে তিনি এখানে থেকেই রেসিডেন্সির সময় বাড়িয়ে পরবর্তী পড়াশোনা সরাসরি শুরু করতে পারবেন। আমাদের দেশের ছেলেমেয়েরা কেন জানি ইন্টার্নশিপের ব্যাপারটি খুব একটা জানেন না, যেখানে পৃথিবীর অনেক দেশের ছেলেমেয়েরা নিয়মিত জার্মানি আসছেন ইন্টার্নশিপ নিয়ে। জার্মানিতে এক বছর পর্যন্ত ইন্টার্নশিপ করা যেতে পারে।
শর্তগুলো
কোথায়, কীভাবে আবেদন করতে হয়
পারমিশনের জন্য Arbeitsamt-এ আবেদন করার ওয়েবসাইট
কী কী লাগবে
নিচের ওয়েবসাইটগুলোতে অনেক ইন্টার্নশিপের অ্যাড দেখতে পাবেন:
https://www.stepstone.de/jobs/praktikum-softwareentwicklung
https://www.jobvector.de/stellensuche
ইউরোপের দেশ জার্মানি। এ দেশে স্কিল জনশক্তির অভাব রয়েছে। তারা সব সময় দক্ষ জনশক্তিকে তাদের দেশে আকর্ষণ করে থাকে। এ জন্য যেমন স্কলারশিপ এবং ফান্ডিং রয়েছে, আবার স্কলারশিপ বা ফান্ডিংয়ের বাইরেও বিনা খরচে জার্মানিতে যাওয়ার বেশ কিছু উপায় রয়েছে। যাঁরা জার্মানির স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করছেন, তাঁদের জানা আছে স্কলারশিপ/ফান্ডিং ছাড়া স্টুডেন্ট ভিসা পেতে দীর্ঘ ওয়েটিং পিরিয়ডের কথা। এই দীর্ঘ ওয়েটিং পিরিয়ড কমানোর জন্য অনেকে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন বা নেওয়ার চেষ্টা করেন। না বুঝে কাজ করার কারণে কোনো কোনো উদ্যোগ উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
না খরচে জার্মানিতে আসার উপায়
আমরা জানি যে, জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসার সময় যদি কোনো ফান্ডিং থাকে, তাহলে জার্মান দূতাবাস তাদের ভিসা ফাস্ট-ট্রেক করে খুব অল্প সময়ের মধ্যে (সচরাচর ২-৮ সপ্তাহ) দিয়ে দেয়। এখানে পয়েন্ট হচ্ছে দুটো: এক নম্বর হলো একটি ফান্ডিং, আরেকটি হলো ভিসা পাওয়ার জন্য ওয়েটিং পিরিয়ড। কেউ ফান্ডিং পেলে খুব দ্রুত ভিসা হয়ে যায় জার্মানিতে। জার্মানিতে আসার জন্য অনেকেই জার্মানির ব্যাংকে যে টাকা (প্রায় ১৩.৫ লাখ) ব্লক করে, তা জোগাড় করতে পারেন না। তাঁদের জন্য এই বিনা খরচে আসার উপায়গুলো খুব গুরুত্বপূর্ণ।
জার্মানিতে বিনা খরচে আসার উপায়গুলোকে কয়েক ভাগে ভাগ করা যায়:
১. Ausbildung
Ausbildung মানে হলো, আপনি কোনো বিষয়ের ওপর কাজ করবেন এবং সঙ্গে সঙ্গে কিছু থিওরিও শিখবেন। এ ক্ষেত্রে যে কোম্পানিতে আপনি Ausbildung করবেন, ওই কোম্পানি আপনাকে মাসে মোটামুটি ৭৫০ ইউরো থেকে ১১০০ ইউরো পর্যন্ত বেতন দেবে। এই বেতন বা ফান্ডিংটা আপনি পেলে মোটামুটি আপনার জার্মানিতে আসার জন্য খুব বেশি টাকা ব্যাংকে রাখতে হবে না। ধরুন, আপনি ৮০০ ইউরো বেতন পেলেন Ausbildung-এ, তা হলে আপনাকে বাকি প্রায় ১৩৪ ইউরো মাসিক হিসাবে ১ বছরে ১৬০০ ইউরো ব্যাংকে রাখতে হবে। তবে এ ক্ষেত্রে আপনার প্রধান যোগ্যতাগুলো হলো, কমপক্ষে ১০ বছরের পড়াশোনা, জার্মান ভাষার B১ (B২ হলে বেটার) সার্টিফিকেট। আপনার জার্মান ভাষার সার্টিফিকেট থাকলে জার্মান কোম্পানিগুলোতে আবেদন করে Ausbildung পেতে পারেন। Ausbildung পেলে ওটার কন্ট্রাক্টসহ দূতাবাসে ভিসার জন্য আবেদন করলে কয়েক সপ্তাহের মধ্যেই ভিসা ইন্টারভিউ পাবেন।
২. ডুয়েল স্টাডি
ডুয়েল স্টাডি হলো একটি পড়াশোনার পদ্ধতি, যেখানে অর্ধেক সময় কোম্পানিতে কাজ করবেন, আর অর্ধেক সময় ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন। এই ডুয়েল স্টাডি ব্যাচেলরস বা মাস্টারস হতে পারে। ডুয়েল স্টাডিতেও আপনাকে কোম্পানি থেকে বেতন দেওয়া হয়। এটা প্রায় ৭৫০ থেকে ১৫০০ ইউরো হতে পারে মাসে। এটা একটা সুবর্ণ সুযোগ, যেখানে পড়াও যায়, আবার টাকাও পাওয়া যায়। ডুয়েল স্টাডির বেশির ভাগ জার্মান ভাষায় হয়। তবে ইংলিশ দিয়েও কোথাও কোথাও ডুয়েল স্টাডিতে পড়ানো হয়। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো, পড়াশোনাকালে চাকরি, আপনার নিজের অভিজ্ঞতা বাড়াচ্ছে, আর পাস করার পর জব পাওয়ার ক্ষেত্রে বিরাট সুবিধা পাবেন। আবার কেউ যদি এভাবে বেতনসহ ডুয়েল স্টুডিতে চান্স পান, তা হলে তিনি খুব দ্রুত জার্মান ভিসা ইন্টারভিউ পাবেন এবং প্রায় বিনা খরচে পাবেন।
৩. স্কলারশিপ
জার্মানিতে অনেক ধরনের স্কলারশিপ আছে, যার কিছু অংশ DAAD ওয়েবসাইটে দেওয়া আছে। কিন্তু DAAD ওয়েবসাইটের বাইরেও অনেক স্কলারশিপ আছে। সাধারণত জার্মানিতে ২০০ ইউরো থেকে ২০০০ ইউরো পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন কেউ। কারও স্কলারশিপ হলে তিনি জার্মান ভিসা ইন্টারভিউ কল কয়েক সপ্তাহের মধ্যেই পেতে পারেন।
৪. ইন্টার্নশিপ
অনেক দেশের শিক্ষার্থীরা জার্মানিতে ইন্টার্নশিপ নিয়ে আসেন। মাস্টারস বা ব্যাচেলরসে পড়াকালে যদি কেউ জার্মানিতে ইন্টার্নশিপ নিয়ে আসেন, তা হলে তিনি এখানে থেকেই রেসিডেন্সির সময় বাড়িয়ে পরবর্তী পড়াশোনা সরাসরি শুরু করতে পারবেন। আমাদের দেশের ছেলেমেয়েরা কেন জানি ইন্টার্নশিপের ব্যাপারটি খুব একটা জানেন না, যেখানে পৃথিবীর অনেক দেশের ছেলেমেয়েরা নিয়মিত জার্মানি আসছেন ইন্টার্নশিপ নিয়ে। জার্মানিতে এক বছর পর্যন্ত ইন্টার্নশিপ করা যেতে পারে।
শর্তগুলো
কোথায়, কীভাবে আবেদন করতে হয়
পারমিশনের জন্য Arbeitsamt-এ আবেদন করার ওয়েবসাইট
কী কী লাগবে
নিচের ওয়েবসাইটগুলোতে অনেক ইন্টার্নশিপের অ্যাড দেখতে পাবেন:
https://www.stepstone.de/jobs/praktikum-softwareentwicklung
https://www.jobvector.de/stellensuche
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে