এফডিসিতে বর্ণিল আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ০৫: ৪৭
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৫: ২৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ বিশেষ সাজে সাজছে এফডিসি। সিনেমার ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র আহ্বায়ক কমিটি নানা কর্মসূচি ঘোষণা করেছে। চলচ্চিত্রের বাইরেও আমন্ত্রণ জানানো হয়েছে অনেককেই। আজকের আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা।

এ বিষয়ে শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন বলেন, ‘আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদ্‌যাপনে এফডিসিতে বড় আয়োজন করতে চলেছি। সকাল থেকেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল অর্পণসহ নানা আয়োজন থাকছে। এতে অংশ নেবেন চলচ্চিত্রের শিল্পী, কলাকুশলীসহ আমন্ত্রিত ব্যক্তিরা। চলচ্চিত্রের বাইরেরও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। তবে এদিন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মস্থানে যাবেন। ওনাদের সঙ্গে বিশিষ্টজনদের বেশির ভাগই বঙ্গবন্ধুর জন্মস্থানে শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত হবেন। সে ক্ষেত্রে অনেককেই হয়তো পাচ্ছি না। তবে চলচ্চিত্রের মানুষের সরব উপস্থিতি থাকবে বলে আশা করছি।’

জানা যায়, এদিন সকাল থেকে এফডিসিতে কোরআন খতম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, মধ্যাহ্নভোজ, বঙ্গবন্ধুর ওপর আলোচনা সভা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ইতিহাসসহ বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রপ্রদর্শনী, রাতে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমাটির প্রদর্শনী হবে।

কয়েক দিন ধরেই চলচ্চিত্রের মানুষেরা এই আয়োজনে ব্যস্ত ছিলেন। ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লাসহ অনেকের সঙ্গেই দেখা করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কার্যকরী সদস্য জেসমিন, চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মোহাম্মদ হোসেনসহ অনেকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত