‘শোক পরিণত হোক শক্তিতে’

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২: ৩৪
Thumbnail image

শোককে শক্তিতে পরিণত করার আহ্বানের মধ্য দিয়ে গতকাল পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

সিলেট: জেলা পরিষদ মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এদিকে জেলা প্রশাসনের অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন।

শাবিপ্রবি: শাবিতে আলোচনা সভায় রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় ও উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

জৈন্তাপুর (সিলেট) : জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাপতি কামাল আহমদ, ইউএনও আল বশিরুল ইসলাম, এসি ল্যান্ড রিপামনি দেবী প্রমুখ।

বিয়ানীবাজার (সিলেট) : ইউএনও আশিক নূরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন প্রমুখ।

মৌলভীবাজার: অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : আলোচনা সভায় ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ।

ধর্মপাশা (সুনামগঞ্জ) : মধ্যনগর উপজেলায় অনুষ্ঠানে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিশ্বনাথ (সিলেট): অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। ইউএনও নুসরাত জাহানের সভাপতিত্ব করেন।

গোলাপগঞ্জ (সিলেট) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, ইউএনও মৌসুমী মান্নান, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): বিজিবির উদ্যোগে গরিবদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত