Ajker Patrika

মাহমুদ আব্বাসের বিরল সফর ঘিরে উত্তপ্ত সীমান্ত

রয়টার্স, জেরুজালেম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১০: ০৩
মাহমুদ আব্বাসের বিরল সফর ঘিরে উত্তপ্ত সীমান্ত

ইসরায়েলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরল সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সীমান্ত। গত মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক হয়। পরদিন বুধবার গাজা সীমান্তে এক বন্দুক হামলায় আহত হন এক ইসরায়েলি। জবাবে গাজার উত্তরাঞ্চলে হামাসের ঘাঁটি লক্ষ্য করে কামান হামলা করে দেশটির সেনাবাহিনী। এতে তিন ফিলিস্তিনি কৃষক আহত হন বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য বিভাগ।

গত এক দশকের মধ্যে ফিলিস্তিনের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কখনো ইসরায়েল সফর করেননি। তাই পশ্চিমা-সমর্থিত এ নেতার সফরকে বিরল হিসেবে উল্লেখ করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে বৈঠক শেষে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ এমন কিছু সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন, যাতে শত শত ফিলিস্তিনি ব্যবসায়ীর ইসরায়েলে প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দুই দেশের শান্তি আলোচনায় তেমন অগ্রগতি হয়নি।

মাহমুদ আব্বাসের এ সফরের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। তাদের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এ সফর ফিলিস্তিনে ‘রাজনৈতিক বিভাজন’ আরও গভীর করবে। এতে করে ইসরায়েলের ফিলিস্তিনবিরোধী কার্যক্রমে উৎসাহ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সফর ঘিরে ইসরায়েলে হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। কামান হামলার ব্যাপারে ইসরায়েল বাহিনী বলছে, কয়েকজন সামান্য আহত হয়েছে। গত মে মাসের পর এই প্রথম সীমান্তে হামলার ঘটনা ঘটল।

মঙ্গলবার এ দুই নেতা দ্বন্দ্ব নিরসনে আলোচনা করেছেন বলে জানান ফিলিস্তিনের কর্মকর্তা হুসেন আল-শেখ। তবে বৈঠকের পর টুইটারে শান্তি আলোচনার কোনো ইঙ্গিত দেননি গ্যান্টজ। এর আগে গত আগস্টে তাঁরা পশ্চিম তীরে সর্বশেষ বৈঠক করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত

ভ্যাটিকানের মতো একটি ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র নিয়ে জোর জল্পনা

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

বিএনপি ধর্মনিরপেক্ষতার পক্ষে নয়, বহুত্ববাদেরও বিপক্ষে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত