Ajker Patrika

নৌকার মনোনয়নপ্রত্যাশী এক ডজন নেতা ঢাকায়

চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি
নৌকার মনোনয়নপ্রত্যাশী এক ডজন নেতা ঢাকায়

বিএনপির সংসদ সদস্যের পদত্যাগের গুঞ্জন থেকে নির্বাচনী মাঠে নেমে পড়েন ডজনখানেক আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী। ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করেন। এরপর জোরালো গণসংযোগ শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা।

সপ্তাহখানেক নিজ এলাকায় ব্যস্ত সময় পার করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে ঢাকায় যান আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীরা।

 গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁরা এলাকায় ফেরেননি। সম্মেলন শেষ হওয়ার তিন দিন পার হলেও কোনো সম্ভাব্য প্রার্থীর দেখা মেলেনি নিজ নির্বাচনী এলাকায়।

তফসিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি  চাঁপাইনবাবগঞ্জ ২-আসনের (গোমস্তাপুর- ভোলাহাট- নাচোল) উপনির্বাচন। নৌকার মনোনয়নপ্রত্যাশী হিসেবে নাম শোনা যাচ্ছে, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার, ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা খুরশিদ আলম বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগ নেতা কামরুল হাসান লিংকন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন এবং সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত