Ajker Patrika

এবার এনআইডি সেবা বন্ধ সমাজসেবা অধিদপ্তরের

মো. হুমায়ূন কবীর, ঢাকা
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১১: ৫৬
এবার এনআইডি সেবা বন্ধ সমাজসেবা অধিদপ্তরের

দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) এবার সমাজসেবা অধিদপ্তরকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই সেবা দেওয়া বন্ধ রেখেছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা সমাজসেবা অধিদপ্তরের এই সেবা গতকাল বুধবার পর্যন্ত চালু করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে, সম্প্রতি বাংলাদেশ সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) থেকে ইসিকে কিছু ওয়েবসাইটের কারিগরি ত্রুটির বিষয়ে তথ্য দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কারিগরি দুর্বলতা চিহ্নিত করে তা সমাধানের জন্য সমাজসেবা অধিদপ্তরে যায় ইসির একটি কারিগরি দল। সেখানে গিয়ে দলের সদস্যরা দেখেন, আইটিতে সংস্থাটির নিজস্ব কোনো জনবল নেই। তারা বাইরের ভেন্ডরের মাধ্যমে সার্ভার পরিচালনা করে। ওই সার্ভারের কারিগরি ত্রুটির কারণে অননুমোদিত একটি ওয়েবসাইট এনআইডি যাচাইয়ের জন্য হিট করত। সে কারণে সংস্থাটিকে এনআইডি সেবা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে কারিগরি ত্রুটিগুলো ঠিক করা হলে সেবাটি পুনরায় চালু করা হবে।

সমাজসেবা অধিদপ্তরের বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কিছুদিন আগে আমাদের নজরে আসায় কিছু ত্রুটির কথা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। এটি মূলত নির্বাচন কমিশনের কাজ।’

জানা যায়, গত অক্টোবরে চ্যাটিং অ্যাপ টেলিগ্রামের একটি চ্যানেলে বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার পর ভূমি মন্ত্রণালয়কে সেবা দেওয়া বন্ধ রেখেছিল ইসি। ওই চ্যানেলে স্মার্ট এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে ব্যক্তিগত তথ্য পাওয়া যাচ্ছিল। এর আগে জুলাই মাসে ভূমি মন্ত্রণালয়কেও এনআইডি যাচাই সেবা দেওয়া ইসি বন্ধ রেখেছিল। এরপর জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং তাঁদের ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থা জোরদার সাপেক্ষে পুনরায় সেবাটি চালু করা হয়। জন্ম ও মৃত্যুনিবন্ধন-সংক্রান্ত রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকেও নাগরিকের তথ্য বেহাত হলে কিছুদিন সেবা বন্ধ ছিল।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সমাজসেবা অধিদপ্তরে আইটির কোনো লোকই নেই। নিজস্ব জনবল ছাড়া এটি কীভাবে চলবে?

কী ধরনের সমস্যা হয়েছিল—জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের কর্মকর্তা, ভেন্ডর, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আলোচনা হচ্ছে। এই মুহূর্তে এই বিষয়ে মন্তব্য করার মতো তথ্য-উপাত্ত আমার কাছে নেই।’

বর্তমানে ১৭৬টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ইসির সার্ভার থেকে নির্ধারিত ফি দিয়ে এনআইডির তথ্য যাচাই করার সেবা নিচ্ছে। এসব প্রতিষ্ঠান ইসির দেওয়া এপিআইয়ের মাধ্যমে এনআইডির তথ্য যাচাই সেবা নিয়ে থাকে। গত বছর আগস্টে এসব প্রতিষ্ঠানকে ১৫টি নির্দেশনা দিয়ে চিঠিও দিয়েছিল ইসি।

ইসির তথ্যভান্ডারে ১২ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত আছে।

এনআইডি সেবা নেওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের সঙ্গে বসার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘যেহেতু তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছে; তাই তাদের কিছু নির্দেশনা দেওয়া হবে। কারণ, এতে নিরাপত্তার বিষয় আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মেঘনা আলম ‘নিরাপত্তা হেফাজতে’, কারণ জানাল পুলিশ

তিন সুপারস্টারেও ফ্লপ, ৩৪ বছর আগে যে সর্বভারতীয় ছবি প্রযোজককে দেউলিয়া বানিয়েছিল

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত