কুড়িগ্রাম ও পঞ্চগড় প্রতিনিধি
রমজান মাস আসার আগেই খাদ্যদ্রব্যের দাম বাড়তে শুরু করেছে। কুড়িগ্রামে পেঁয়াজের দাম কিছুটা কমলেও পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম এক দিনে কেজিতে ২০ টাকা বেড়েছে। এ ছাড়া পঞ্চগড়ে ক্রমাগত বাড়ছে মাছ, মাংসসহ শাক-সবজির দাম।
কুড়িগ্রাম: গতকাল রোববার জেলা শহরের জিয়া বাজারস্থ পেঁয়াজ-মরিচের পাইকারি বাজারে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে এলসি পেঁয়াজের পাইকারি দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা কমে প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা। দেশি পেঁয়াজের পাইকারি দাম কেজিতে ১০ টাকা কমে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকায়।
ক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম নিম্নমুখী হলেও কাঁচা মরিচের দাম লাগামহীন। পেঁয়াজ ও কাঁচা মরিচের পাইকারি বিক্রেতা শহিদুল ইসলাম জানান, শনিবার কাঁচা মরিচের পাইকারি মূল্য ছিল প্রতি কেজি ৬০ টাকা। কিন্তু গতকাল তা প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকা। তবে মরিচের বাজার ওঠা নামা করছে।
কুড়িগ্রাম শহরের দাদা মোড়ে রিকশা নিয়ে আসা আফসার আলী জানান, সারা দিনে তাঁর আয় ২০০ টাকা। এই টাকা দিয়েই তাঁকে পাঁচজনের সংসারের জন্য চালসহ অন্যান্য দ্রব্য কিনতে হয়।
কৃত্রিম সংকট নিরসন ও রমজানকে সামনে রেখে বাজার তদারকি বাড়ানো হচ্ছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
পঞ্চগড়: দুই সপ্তাহ ধরে পঞ্চগড়ের হাট-বাজারে মাছ, মাংসসহ শাকসবজির দাম ক্রমাগত বেড়েই চলছে। রমজান মাস ঘিরে চাল, ডাল, ছোলা, চিনির দাম তো বাড়তেই আছে। ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়াই নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে রেখে পরে বাড়তি দামে পণ্য বিক্রি করায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
পঞ্চগড় শহরের বাজারে ২০ টাকার লাউ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। করলা ১০০, ঢ্যাঁড়স ১০০, টমেটো ৩৫, বেগুন ৪০, ফুলকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫৫০ টাকা থেকে বেড়ে ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। বয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি ২৫০ টাকা এবং দেশি মুরগি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সব ধরনের মাছের দর কেজিপ্রতি ৫০ থেকে ৭০ টাকা বেড়েছে। এর সঙ্গে তেলের বিড়ম্বনা তো আছেই।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘রমজান মাসে দ্রব্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে।’
রমজান মাস আসার আগেই খাদ্যদ্রব্যের দাম বাড়তে শুরু করেছে। কুড়িগ্রামে পেঁয়াজের দাম কিছুটা কমলেও পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম এক দিনে কেজিতে ২০ টাকা বেড়েছে। এ ছাড়া পঞ্চগড়ে ক্রমাগত বাড়ছে মাছ, মাংসসহ শাক-সবজির দাম।
কুড়িগ্রাম: গতকাল রোববার জেলা শহরের জিয়া বাজারস্থ পেঁয়াজ-মরিচের পাইকারি বাজারে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে এলসি পেঁয়াজের পাইকারি দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা কমে প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা। দেশি পেঁয়াজের পাইকারি দাম কেজিতে ১০ টাকা কমে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকায়।
ক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম নিম্নমুখী হলেও কাঁচা মরিচের দাম লাগামহীন। পেঁয়াজ ও কাঁচা মরিচের পাইকারি বিক্রেতা শহিদুল ইসলাম জানান, শনিবার কাঁচা মরিচের পাইকারি মূল্য ছিল প্রতি কেজি ৬০ টাকা। কিন্তু গতকাল তা প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকা। তবে মরিচের বাজার ওঠা নামা করছে।
কুড়িগ্রাম শহরের দাদা মোড়ে রিকশা নিয়ে আসা আফসার আলী জানান, সারা দিনে তাঁর আয় ২০০ টাকা। এই টাকা দিয়েই তাঁকে পাঁচজনের সংসারের জন্য চালসহ অন্যান্য দ্রব্য কিনতে হয়।
কৃত্রিম সংকট নিরসন ও রমজানকে সামনে রেখে বাজার তদারকি বাড়ানো হচ্ছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
পঞ্চগড়: দুই সপ্তাহ ধরে পঞ্চগড়ের হাট-বাজারে মাছ, মাংসসহ শাকসবজির দাম ক্রমাগত বেড়েই চলছে। রমজান মাস ঘিরে চাল, ডাল, ছোলা, চিনির দাম তো বাড়তেই আছে। ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়াই নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে রেখে পরে বাড়তি দামে পণ্য বিক্রি করায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
পঞ্চগড় শহরের বাজারে ২০ টাকার লাউ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। করলা ১০০, ঢ্যাঁড়স ১০০, টমেটো ৩৫, বেগুন ৪০, ফুলকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫৫০ টাকা থেকে বেড়ে ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। বয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি ২৫০ টাকা এবং দেশি মুরগি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সব ধরনের মাছের দর কেজিপ্রতি ৫০ থেকে ৭০ টাকা বেড়েছে। এর সঙ্গে তেলের বিড়ম্বনা তো আছেই।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘রমজান মাসে দ্রব্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে