সৈয়দ নজরুল ইসলামের মেয়ের প্রতিদ্বন্দ্বী ছেলে

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮: ৫৬
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮: ৫৭

দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সৈয়দ নজরুল ইসলামের ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, কিশোরগঞ্জের রাজনীতিতে সৈয়দ নজরুল ইসলাম ও তাঁর বড় ছেলে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হয়। বাবা এবং ছেলে উভয়েই এই আসনের প্রতিনিধিত্ব করেছেন। পরে সংসদ সদস্য হন সৈয়দা জাকিয়া নূর লিপি।

সাফায়েতুল ইসলাম বলেন, ‘আজকে আমাদের পরিবার একটা সংকটের মধ্যে পড়েছে। পরিবারের অস্তিত্ব থাকবে কি, থাকবে না?’ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যে লোকটা ১০ বছর রাষ্ট্রের প্রধান থেকেও জাতীয় চার নেতার কবর জিয়ারত করতে যায়নি, ওই নেতার লোকজন আমার বোনের ওপর ভর করেছে।’

তবে সৈয়দা জাকিয়া নূর লিপিকে মোবাইলে ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত