Ajker Patrika

সৈয়দ নজরুল ইসলামের মেয়ের প্রতিদ্বন্দ্বী ছেলে

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮: ৫৭
সৈয়দ নজরুল ইসলামের মেয়ের প্রতিদ্বন্দ্বী ছেলে

দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সৈয়দ নজরুল ইসলামের ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, কিশোরগঞ্জের রাজনীতিতে সৈয়দ নজরুল ইসলাম ও তাঁর বড় ছেলে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হয়। বাবা এবং ছেলে উভয়েই এই আসনের প্রতিনিধিত্ব করেছেন। পরে সংসদ সদস্য হন সৈয়দা জাকিয়া নূর লিপি।

সাফায়েতুল ইসলাম বলেন, ‘আজকে আমাদের পরিবার একটা সংকটের মধ্যে পড়েছে। পরিবারের অস্তিত্ব থাকবে কি, থাকবে না?’ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যে লোকটা ১০ বছর রাষ্ট্রের প্রধান থেকেও জাতীয় চার নেতার কবর জিয়ারত করতে যায়নি, ওই নেতার লোকজন আমার বোনের ওপর ভর করেছে।’

তবে সৈয়দা জাকিয়া নূর লিপিকে মোবাইলে ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত