Ajker Patrika

একই দিনে শুরু হচ্ছে দুই সিরিয়াল

একই দিনে শুরু হচ্ছে দুই সিরিয়াল

জি বাংলায় একসঙ্গে শেষ হচ্ছে তিনটি সিরিয়াল—‘কার কাছে কই মনের কথা’, ‘আলোর কোলে’ ও ‘অষ্টমী’। এই তিন ধারাবাহিকের জায়গায় আসছে নতুন গল্প। আগামীকাল থেকে একই দিনে শুরু হচ্ছে নতুন দুই সিরিয়ালের যাত্রা। ‘পুবের ময়না’ ও ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’, দুটিই নারীপ্রধান গল্পের সিরিয়াল। এতে দেখা যাবে ভিন্ন দুই নারীর সংগ্রামের গল্প।

দুই বাংলার গল্পে ‘পুবের ময়না’
বাংলাদেশের মেয়ে ময়নার গল্প দেখা যাবে এ সিরিয়ালে। ছোটবেলায় পালিয়ে গিয়েছিল কলকাতায়। এখন সেখানে এক বাড়িতে কাজ করে। এতে কিশোরী ময়না চরিত্রে অভিনয় করছেন ঐশানী দে। পুবের ময়না দিয়ে অভিনয়ে হাতেখড়ি হচ্ছে ঐশানীর। তাঁর নায়ক রোদ্দুরের ভূমিকায় দেখা যাবে গৌরব রায় চৌধুরীকে। এর আগে গৌরবকে দেখা গিয়েছিল ‘রাঙা বউ’ ধারাবাহিকে।

পুবের ময়নার গল্পে দেখা যাবে, নায়ক অর্থাৎ রোদ্দুরের বাড়িতে চলছে বিয়ের অনুষ্ঠান। কারণ, লগ্নভ্রষ্ট হওয়ার কারণে বিয়ে না করেই বাড়িতে ফিরতে হয়েছে রোদ্দুরকে। তা নিয়ে যখন সবাই নানা ধরনের কথা শোনাতে থাকে। জেদ করে রোদ্দুর ও ময়নাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয় রোদ্দুরের মা।

তবে বিষয়টি মন থেকে মানতে পারে না রোদ্দুর। বাসরঘরে সে কথা বলতেই উত্তরে ময়না জানায়, এই বিয়েতে তারও সায় নেই। কারণ বাংলাদেশে আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিল সে। কোনো রকমে সে বিয়ে থেকে পালিয়ে বেঁচেছে। অতীতে কী ঘটেছিল ময়নার সঙ্গে, সে রহস্য জিইয়ে রাখা হয়েছে প্রোমোতে। সিরিয়ালটি দেখা যাবে আগামীকাল থেকে জি বাংলার পর্দায়, বাংলাদেশ সময় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায়।

 ‘ডায়মন্ড দিদি’র স্বপ্ন
একই দিন থেকে জি বাংলায় শুরু হচ্ছে আরেক সিরিয়াল ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। গল্পের নায়িকা ডায়মন্ডের স্বপ্ন রেস্তোরাঁ খুলবে। তার নাম ছড়িয়ে পড়বে দিকে দিকে। সারাক্ষণ এই স্বপ্নে বিভোর থাকে সে। পরিবারের সদস্যরা নানা কথা শোনায় তাকে। ডায়মন্ড সবাইকে আশ্বস্ত করে, সে একদিন অনেক টাকা কামাবে। তখন ঘুরে যাবে তাদের ভাগ্য। তারপর দেখা যায়, রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করছে ডায়মন্ড। সেখানে খেতে এসেছে এক অভিজাত পরিবার। ডায়মন্ডের ভুল ইংরেজি শুনে সবাই হাসাহাসি করে। রেস্তোরাঁর মালিক ডায়মন্ডকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সবার সামনে দাঁড়িয়ে সে মালিককে চ্যালেঞ্জ করে, সে একদিন এর চেয়েও বড় রেস্তোরাঁ দেবে। এই পুরো দৃশ্য ধরা পড়ে নায়কের ক্যামেরায়।

ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখা যাবে জি বাংলার পর্দায়, সোম থেকে শনিবার বাংলাদেশ সময় প্রতিদিন রাত সাড়ে ৯টায়। অভিনয় করেছেন ডোনা ভৌমিক ও আয়ান ঘোষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত