Ajker Patrika

সাতক্ষীরার কেয়ার ঘর আলোকিত করল পদ্মা, সেতু আর জয়

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কেয়ার ঘর আলোকিত করল পদ্মা, সেতু আর জয়

সাতক্ষীরায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ২২ বছর বয়সী এক গৃহবধূ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসন্তান প্রসব করেন।

তিন সন্তান জন্ম দেওয়া গৃহবধূ কেয়া খাতুন জেলার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের জাকির হোসেনের স্ত্রী। সন্তানদের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও জয়।

চিকিৎসক শংকর প্রসাদ বিশ্বাস ও মানসুরা ইয়াসমিন এই সফল অস্ত্রোপচারের দায়িত্ব পালন করেন।

তিন নবজাতকের বাবা উপজেলার মৌতলার বাসিন্দা জাকির হোসেন জানান, তিনি ফেরি করে পাড়ায় পাড়ায় লেপ-তোশক বিক্রি করেন। কোনো রকমে তাঁদের সংসার চলে। আগে তাঁদের মিনহাজ খান নামের চার বছরের ছেলে রয়েছে। গত বৃহস্পতিবার সিজারের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্ত্রী তিন সন্তানের জন্ম দেন। তবে বাচ্চাদের দুধ কিনতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স জেসমিন খাতুন বলেন, ‘তিন নবজাতকই বর্তমানে সুস্থ আছে। তাদের ওজনও ঠিক আছে। আমরা দেখাশোনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত