Ajker Patrika

শান্তিগঞ্জে সুপেয় পানি পাবে ১৬০০ পরিবার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
শান্তিগঞ্জে সুপেয় পানি পাবে ১৬০০ পরিবার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গ্রামের মানুষকে সুপেয় পানির সুবিধা দিতে কাজ শুরু হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে আর্সেনিক আয়রন ক্লোরাইডমুক্ত বিশুদ্ধ পানি পাবে দুই ইউনিয়নের ১ হাজার ৬০০ পরিবার।

উপজেলার আটটি ইউনিয়নের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে জয়কলস ইউনিয়নের একটি গ্রাম ও শিমুলবাক ইউনিয়নের একটি গ্রামে এ প্রকল্প চলছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পাইপলাইনে বাড়ি বাড়ি যাবে সুপেয় পানি। প্রকল্পের কাজ চলছে পুরোদমে। আগামী বছরের শুরুর দিকে প্রকল্প উদ্বোধন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শান্তিগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সুপেয় পানি সরবরাহের জন্য উপকারভোগীদের সুবিধামতো জায়গা নির্ধারণের কাজ সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রাম ও শিমুলবাঁক ইউনিয়নের শিমুলবাঁক গ্রামে ছয় কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্পের মাধ্যমে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বর্তমানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণকাজ পুরোদমে চলছে। এ ছাড়া উপজেলার পূর্ব পাগলা, পশ্চিম পাগলা, পাথারিয়া, পশ্চিম বীরগাঁও ও শিমুলবাঁক ইউনিয়নে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের জায়গা নির্ধারণসহ সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের বসতি এলাকায় প্ল্যান্ট স্থাপন করে পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমি গ্রামের মানুষ। গ্রামের মানুষের দুঃখ-কষ্ট আমি বুঝি। ছোটবেলায় দেখেছি, বিশুদ্ধ পানির অভাবে গ্রামের মানুষ পুকুর, খাল-বিলের পানি পান করে কলেরা, আমাশয়, টাইফয়েডসহ নানা অসুখে মারা গেছে। তাই গ্রামের মানুষের কথা চিন্তা করে এই বিশুদ্ধ পানির প্রকল্পটি জননেত্রীর শেখ হাসিনা সরকারের মাধ্যমে বাস্তবায়ন করছি।’

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার বলেন, ‘পরিকল্পনামন্ত্রী মহোদয়ের নির্দেশে দ্রুতগতিতেই এগোচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ। আমরা অতি দ্রুত এ প্রকল্পের কাজ শেষ করব। এ প্রকল্পের মাধ্যমে গ্রামে বসে শহরের সুবিধা পাবেন উপকারভোগীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত