নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রাস্তা থেকে লুৎফর রহমান নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে একটি চক্র। পরে তাঁকে উপর্যুপরি মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার ভিডিও ধারণ করে পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। গত ২৫ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাঁকে অপহরণ করা হয়। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে উত্তরা থেকে ওই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিপন সরদার, আহমেদুল কবির খান কাজল, মোসলেম উদ্দিন বাপ্পি, মোহাম্মদ আসলাম ও রশিদ চাকলাদার। তাঁদের কাছ থেকে ২টি ডিবি জ্যাকেট, ২টি খেলনা পিস্তল, ১টি হ্যান্ডকাফ, ১১টি মোবাইল ফোন, ১টি প্রাইভেট কার ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ভুক্তভোগী লুৎফর রহমানের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাড়া থেকে ব্যবসা করতেন।
গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় রূপগঞ্জ থেকে লুৎফর রহমানকে ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেন। গাড়িতে ওঠানোর পর তাঁর চোখ-মুখ বেঁধে ফেলা হয়। এ সময় তাঁর কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেন। অজ্ঞাত স্থানে নিয়ে লুৎফরকে বলা হয় ‘তোকে মুন্সিগঞ্জ বিলে ফাঁকা জায়গায় নিয়ে এসেছি, আমাদের ১০ লাখ টাকা না দিলে তোকে জানে মেরে ফেলব।’
আব্দুল্লাহ আল মোমেন আরও বলেন, জিম্মি ব্যবসায়ী লুৎফরকে পরে গ্রেপ্তারকৃত মোসলেম উদ্দিন বাপ্পির বাসায় নিয়ে নির্যাতন ও বৈদ্যুতিক শক দেওয়া হয়। ওই ভিডিও পরিবারের কাছে পাঠালে পরিবারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দিতে রাজি হয়। প্রতিশ্রুতি অনুযায়ী ভুক্তভোগীর ছেলে বিকাশ ও নগদের মোবাইল ব্যাংকিং ব্যবহার করে এক লাখ টাকা পাঠায়। পরে আরও টাকার জন্য পুনরায় চোখ-মুখ বেঁধে নির্যাতন করে সেই ভিডিও পরিবারকে পাঠানো হয়। মুক্তিপণ দেওয়া না হলে লুৎফরকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি র্যাব-১-কে বিষয়টি জানায়। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে উত্তরা থেকে অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত ওই পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব।
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রাস্তা থেকে লুৎফর রহমান নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে একটি চক্র। পরে তাঁকে উপর্যুপরি মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার ভিডিও ধারণ করে পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। গত ২৫ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাঁকে অপহরণ করা হয়। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে উত্তরা থেকে ওই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিপন সরদার, আহমেদুল কবির খান কাজল, মোসলেম উদ্দিন বাপ্পি, মোহাম্মদ আসলাম ও রশিদ চাকলাদার। তাঁদের কাছ থেকে ২টি ডিবি জ্যাকেট, ২টি খেলনা পিস্তল, ১টি হ্যান্ডকাফ, ১১টি মোবাইল ফোন, ১টি প্রাইভেট কার ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ভুক্তভোগী লুৎফর রহমানের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাড়া থেকে ব্যবসা করতেন।
গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় রূপগঞ্জ থেকে লুৎফর রহমানকে ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেন। গাড়িতে ওঠানোর পর তাঁর চোখ-মুখ বেঁধে ফেলা হয়। এ সময় তাঁর কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেন। অজ্ঞাত স্থানে নিয়ে লুৎফরকে বলা হয় ‘তোকে মুন্সিগঞ্জ বিলে ফাঁকা জায়গায় নিয়ে এসেছি, আমাদের ১০ লাখ টাকা না দিলে তোকে জানে মেরে ফেলব।’
আব্দুল্লাহ আল মোমেন আরও বলেন, জিম্মি ব্যবসায়ী লুৎফরকে পরে গ্রেপ্তারকৃত মোসলেম উদ্দিন বাপ্পির বাসায় নিয়ে নির্যাতন ও বৈদ্যুতিক শক দেওয়া হয়। ওই ভিডিও পরিবারের কাছে পাঠালে পরিবারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দিতে রাজি হয়। প্রতিশ্রুতি অনুযায়ী ভুক্তভোগীর ছেলে বিকাশ ও নগদের মোবাইল ব্যাংকিং ব্যবহার করে এক লাখ টাকা পাঠায়। পরে আরও টাকার জন্য পুনরায় চোখ-মুখ বেঁধে নির্যাতন করে সেই ভিডিও পরিবারকে পাঠানো হয়। মুক্তিপণ দেওয়া না হলে লুৎফরকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি র্যাব-১-কে বিষয়টি জানায়। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে উত্তরা থেকে অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত ওই পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে