Ajker Patrika

রায়পুরায় ইয়াবাসহ আটক ৩

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৩: ১৯
রায়পুরায় ইয়াবাসহ   আটক ৩

নরসিংদীর রায়পুরায় পুলিশি অভিযানে ১৪৮টি ইয়াবা বড়িসহ ৩ জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে বীরশ্রেষ্ঠ মতিউরনগর ও হাইরমারা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন, বীরশ্রেষ্ঠ মতিউরনগর এলাকার সুরুজ মিয়া, জুয়েল মিয়া এবং হাইরমারার শফিকুল ইসলাম ভূঁইয়া।

রায়পুরা থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নে উপপরিদর্শক মনিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক সেলিম মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে বীরশ্রেষ্ঠ মতিউরনগর এলাকার সুরুজ মিয়া, জুয়েল মিয়াকে আটক করেন। তাঁদের কাছ থেকে ৯৮টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে উপপরিদর্শক আব্দুল হালিমের নেতৃত্বে আরেক অভিযানে আমিরগঞ্জ ইউনিয়নের হাইরমারা এলাকা শফিকুল ইসলাম ভূঁইয়াকে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

রায়পুরা থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, আটক হওয়া ব্যক্তদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদলতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের কারাগারে পাটঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত