Ajker Patrika

আগুনে পুড়েছে মনিহারী দোকান

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০: ২৭
আগুনে পুড়েছে মনিহারী দোকান

নরসিংদীর রায়পুরার মনিপুরা বাজারে জহিরুল হক নামের এক ব্যক্তির মনিহারী দোকান আগুনে পুড়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই দোকানে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত আড়াই টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ব্যবসায়ী আবু সাঈদ বলেন, রাত সাড়ে এগারো টার দিকে বিকট একটা শব্দ শুনি। এর পর দেখি জহিরুল হকের দোকানে আগুন লেগেছে। প্রথমে বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।

জহিরুল হকের ছেলে ফজলুল হক বলেন, ‘আগুনে আমাদের ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার মা কয়েক দিন ধরে অসুস্থ। তাঁকে নিয়ে ঢাকায় ছিলাম। রাতে দোকান ঘর বন্ধ ছিল। খবর পেয়ে এসে দেখি সব শেষ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত