দুই টাকায় খাতা-কলম

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১০: ৪৯
Thumbnail image

করোনা-পরবর্তী আর্থিক সংকটের সময়ে ব্যতিক্রমী আয়োজন শুরু করেছে রাজবাড়ীর জনপ্রিয় সংগঠন রাজবাড়ী সার্কেল। সামাজিক এই প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য দুই টাকা প্রতীকী মূল্যে একটি খাতা ও একটি কলমের ব্যবস্থা করেছে। যা দোকান থেকে কিনতে কমপক্ষে ৩০ টাকা লাগে।

অসহায়, দরিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষ খাদ্যের চাহিদা মেটাতেই হিমশিম খায়, এর ওপর আবার কাল হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। তাই দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এক টাকায় খাতা ও এক টাকায় কলম বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিনা মূল্যে খাতা-কলম যেন অসহায় মানুষের কাছে অসম্মানজনক না হয়, সে জন্য এক টাকা প্রতীকী করে মূল্য রাখা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের যেকোনো পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই সুবিধা প্রযোজ্য থাকবে।

রাজবাড়ী সার্কেলের অফিস ও বালিয়াকান্দিসহ জেলার পাঁচটি উপজেলায় স্বেচ্ছাসেবকদের কাছ থেকে যে কেউ এই খাতা-কলম সংগ্রহ করতে পারবেন।

রাজবাড়ী সার্কেলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার শামস সোহাগ বলেন, ২০১৮ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তাঁরা ব্যতিক্রম কিছু করতে চেয়েছেন। সে লক্ষ্যেই জেলার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণে এক টাকার খাতা ও কলম বিক্রির উদ্যোগ নিয়েছেন। এই ধরনের মানবিক কর্মকাণ্ড সব সময় চলমান থাকবে।

প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রবাসী ব্যবসায়ী আকবর খান বলেন, রাজবাড়ী সার্কেল যে সব উদ্যোগ নেয় তা সত্যিই খুব গঠনমূলক ও ব্যতিক্রমধর্মী। সমাজ পরিবর্তনে রাজবাড়ী সার্কেল ও সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিত সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি জেলার সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যেতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত