নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেটে খেলা জমে—গত বছর বিপিএলে কথাটা ভালোই প্রমাণ হয়েছিল। এবারও সেই প্রমাণের চ্যালেঞ্জ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। কিন্তু সিলেট পর্ব শুরুর আগে দলগুলোর আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে টস! সেই আতঙ্কের সূত্রপাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিসিবি ঘোষণা দিয়েছিল, মিরপুরে এবার রানের উৎসব হবে। হা হতোস্মি! বিপিএলে মিরপুরের প্রথম পর্বে ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই স্কোর ১৫০ পেরোয়নি। নিয়মিত রানের বন্যা তো হয়ইনি, এবার মিরপুরে প্রথম পর্বে যে আটটি ম্যাচ হয়েছে, প্রতিটি জিতেছে টসজয়ী দল। টস হারলে ম্যাচ হার। টস জিতলেই ম্যাচ জয়। এই যদি হয় চিত্র, যেকোনো ফ্র্যাঞ্চাইজির জন্যই সেটি আতঙ্কের বিষয় হবেই। ভালো-খারাপ পারফরম্যান্সের দায় খেলোয়াড়দের। টস তো আর তাঁদের হাতে থাকে না। টস জিততে ভাগ্যের ছোঁয়া লাগে। এখন যদি টস জেতা না-জেতার ওপর ম্যাচের ফল নির্ভর করে, তখন সবার আগে কাঠগড়ায় আসে উইকেট।
বিপিএলের ঢাকা পর্বে মিরপুরের উইকেট নিয়ে সন্তুষ্ট নন সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ। গতকাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘বিসিবি জানাল, এবার নাকি মিরপুরে রানের বন্যা বইয়ে যাবে! মিরপুরে রানের বন্যা হচ্ছে নাকি টসের বন্যা হচ্ছে? টস জিতবে সেই ম্যাচ জিতছে! এটা হতেই পারে না। ফ্র্যাঞ্চাইজিরা এত টাকা খরচ করে। সবাই চায় রান হোক। দল খারাপ খেলতে পারে কিন্তু উইকেট কেন এমন হবে? এটা প্রিমিয়ার লিগ বা লংগার ভার্সন ক্রিকেট না। এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এখানে যদি টস হারলেই খেলায় হেরে যেতে হয়, তাহলে সেটা মানা যায় না।’
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজদের মতো খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়েও ফরচুন বরিশাল টানা হারছে। ৩ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৮৭ রান করেও জিততে পারেনি বরিশাল। কুমিল্লার বিপক্ষে হেরেছে ১৬১ রান করে। উইকেট নিয়ে বরিশাল কোচ মিজানুর রহমান বাবুলের পর্যবেক্ষণ হচ্ছে, ‘বিকেলের ম্যাচে উইকেট কিছুটা ভালো থাকে। যারা আগে ব্যাটিং করে, তাদের কোনো লক্ষ্য থাকে না। টার্গেট করে ব্যাটিং করলে ভালো হয়। পরের দল হিসাব করে ব্যাটিং করতে পারে। পরে ব্যাটিং করলে শিশির থাকে। বল টার্ন-সুইং কম করে, বলটা সোজা ব্যাটে আসে, কিছুটা সুবিধা পায়। এ জন্য টস জিতে ফিল্ডিং বেছে নিচ্ছে দলগুলো।’
দলগুলোর আশা, সিলেটে অন্তত মিরপুরের মতো উইকেট হবে না। গতবারও যথেষ্ট রানবন্যা দেখা গেছে সিলেটের উইকেটে। উইকেট ভালো হলেও সবাইকে ভাবাচ্ছে কন্ডিশন। সূর্য আড়াল হতেই বিকেলে দুম করে শীতের তীব্রতা অনেক বেড়ে যায় চা-বাগানে ঘেরা সিলেট স্টেডিয়ামে। সন্ধ্যায় ফ্লাডলাইটে ঘাসের ডগায় মুক্তোর মতো চিকচিক করে শিশির। রাতের ম্যাচে বল ভিজে গেলে ভালোভাবে গ্রিপ করতে, নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করার লক্ষ্যে বল ভিজিয়ে অনুশীলন করছেন বোলাররা।
সিলেটে বিপিএল আরও রঙিন করে তুলতে কাল রাতে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন তাঁদের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। হুইপ হিসেবে পরশু নিজের প্রথম কর্মদিবস পার করে মাশরাফি বিন মর্তুজা সিলেটে পৌঁছেছেন কাল রাতে। আজ স্বাগতিক সিলেটের ম্যাচ কুমিল্লার বিপক্ষে, সন্ধ্যায়। দিনের ম্যাচে রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। বিপিএল নিয়ে উন্মাদনার আঁচ এরই মধ্যে বেশ দেখা যাচ্ছে। কীভাবে? কাল সিলেটে বিপিএলের টিকিট ছিল সোনার হরিণ!
সিলেটে খেলা জমে—গত বছর বিপিএলে কথাটা ভালোই প্রমাণ হয়েছিল। এবারও সেই প্রমাণের চ্যালেঞ্জ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। কিন্তু সিলেট পর্ব শুরুর আগে দলগুলোর আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে টস! সেই আতঙ্কের সূত্রপাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিসিবি ঘোষণা দিয়েছিল, মিরপুরে এবার রানের উৎসব হবে। হা হতোস্মি! বিপিএলে মিরপুরের প্রথম পর্বে ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই স্কোর ১৫০ পেরোয়নি। নিয়মিত রানের বন্যা তো হয়ইনি, এবার মিরপুরে প্রথম পর্বে যে আটটি ম্যাচ হয়েছে, প্রতিটি জিতেছে টসজয়ী দল। টস হারলে ম্যাচ হার। টস জিতলেই ম্যাচ জয়। এই যদি হয় চিত্র, যেকোনো ফ্র্যাঞ্চাইজির জন্যই সেটি আতঙ্কের বিষয় হবেই। ভালো-খারাপ পারফরম্যান্সের দায় খেলোয়াড়দের। টস তো আর তাঁদের হাতে থাকে না। টস জিততে ভাগ্যের ছোঁয়া লাগে। এখন যদি টস জেতা না-জেতার ওপর ম্যাচের ফল নির্ভর করে, তখন সবার আগে কাঠগড়ায় আসে উইকেট।
বিপিএলের ঢাকা পর্বে মিরপুরের উইকেট নিয়ে সন্তুষ্ট নন সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ। গতকাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘বিসিবি জানাল, এবার নাকি মিরপুরে রানের বন্যা বইয়ে যাবে! মিরপুরে রানের বন্যা হচ্ছে নাকি টসের বন্যা হচ্ছে? টস জিতবে সেই ম্যাচ জিতছে! এটা হতেই পারে না। ফ্র্যাঞ্চাইজিরা এত টাকা খরচ করে। সবাই চায় রান হোক। দল খারাপ খেলতে পারে কিন্তু উইকেট কেন এমন হবে? এটা প্রিমিয়ার লিগ বা লংগার ভার্সন ক্রিকেট না। এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এখানে যদি টস হারলেই খেলায় হেরে যেতে হয়, তাহলে সেটা মানা যায় না।’
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজদের মতো খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়েও ফরচুন বরিশাল টানা হারছে। ৩ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৮৭ রান করেও জিততে পারেনি বরিশাল। কুমিল্লার বিপক্ষে হেরেছে ১৬১ রান করে। উইকেট নিয়ে বরিশাল কোচ মিজানুর রহমান বাবুলের পর্যবেক্ষণ হচ্ছে, ‘বিকেলের ম্যাচে উইকেট কিছুটা ভালো থাকে। যারা আগে ব্যাটিং করে, তাদের কোনো লক্ষ্য থাকে না। টার্গেট করে ব্যাটিং করলে ভালো হয়। পরের দল হিসাব করে ব্যাটিং করতে পারে। পরে ব্যাটিং করলে শিশির থাকে। বল টার্ন-সুইং কম করে, বলটা সোজা ব্যাটে আসে, কিছুটা সুবিধা পায়। এ জন্য টস জিতে ফিল্ডিং বেছে নিচ্ছে দলগুলো।’
দলগুলোর আশা, সিলেটে অন্তত মিরপুরের মতো উইকেট হবে না। গতবারও যথেষ্ট রানবন্যা দেখা গেছে সিলেটের উইকেটে। উইকেট ভালো হলেও সবাইকে ভাবাচ্ছে কন্ডিশন। সূর্য আড়াল হতেই বিকেলে দুম করে শীতের তীব্রতা অনেক বেড়ে যায় চা-বাগানে ঘেরা সিলেট স্টেডিয়ামে। সন্ধ্যায় ফ্লাডলাইটে ঘাসের ডগায় মুক্তোর মতো চিকচিক করে শিশির। রাতের ম্যাচে বল ভিজে গেলে ভালোভাবে গ্রিপ করতে, নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করার লক্ষ্যে বল ভিজিয়ে অনুশীলন করছেন বোলাররা।
সিলেটে বিপিএল আরও রঙিন করে তুলতে কাল রাতে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন তাঁদের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। হুইপ হিসেবে পরশু নিজের প্রথম কর্মদিবস পার করে মাশরাফি বিন মর্তুজা সিলেটে পৌঁছেছেন কাল রাতে। আজ স্বাগতিক সিলেটের ম্যাচ কুমিল্লার বিপক্ষে, সন্ধ্যায়। দিনের ম্যাচে রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। বিপিএল নিয়ে উন্মাদনার আঁচ এরই মধ্যে বেশ দেখা যাচ্ছে। কীভাবে? কাল সিলেটে বিপিএলের টিকিট ছিল সোনার হরিণ!
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে