পরিযায়ী পাখি কমেছে

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ১৪: ০৯

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলকে বলা হয় পরিযায়ী পাখির স্বর্গরাজ্য। তবে এ বছর এখানে পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কম। গত বছরের তুলনায় এবার জবই বিলে প্রায় আড়াই হাজার পাখির বিচরণ কমেছে। এ বছর বিলটিতে সব মিলিয়ে প্রায় সাত হাজার পরিযায়ী পাখি এসেছে। গত বছর পরিযায়ী পাখির সংখ্যা ছিল প্রায় সাড়ে ৯ হাজার।

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার জরিপে এ তথ্য উঠে এসেছে।

জবই বিলের পাখি জরিপ প্রকাশ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে সংস্থাটির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।

সংস্থাটির দেওয়া তথ্যমতে, এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিলের বিভিন্ন অংশে পাখিশুমারি চালানো হয়। এই শুমারিতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বাংলাদেশ বার্ড ক্লাব সহযোগিতা করে। এই সময়ের মধ্যে ২৮ প্রজাতির পরিযায়ী পাখির সন্ধান পাওয়া গেছে। এ বছর বিলে আসা পরিযায়ী পাখির মধ্যে সবচেয়ে বেশি দুই হাজার পাতি-সরালি পাখি বিচরণ করেছে, যা গত বছর ছিল চার হাজার।

 জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগ সাপাহার রেঞ্জের কর্মকর্তা শরিফুল ইসলাম, বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণ বিবিসিএফ নওগাঁ জেলা কমিটির সভাপতি হেফজুল ইসলাম,  প্রমুখ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত