Ajker Patrika

পরিযায়ী পাখি কমেছে

নওগাঁ প্রতিনিধি
পরিযায়ী পাখি কমেছে

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলকে বলা হয় পরিযায়ী পাখির স্বর্গরাজ্য। তবে এ বছর এখানে পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কম। গত বছরের তুলনায় এবার জবই বিলে প্রায় আড়াই হাজার পাখির বিচরণ কমেছে। এ বছর বিলটিতে সব মিলিয়ে প্রায় সাত হাজার পরিযায়ী পাখি এসেছে। গত বছর পরিযায়ী পাখির সংখ্যা ছিল প্রায় সাড়ে ৯ হাজার।

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার জরিপে এ তথ্য উঠে এসেছে।

জবই বিলের পাখি জরিপ প্রকাশ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে সংস্থাটির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।

সংস্থাটির দেওয়া তথ্যমতে, এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিলের বিভিন্ন অংশে পাখিশুমারি চালানো হয়। এই শুমারিতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বাংলাদেশ বার্ড ক্লাব সহযোগিতা করে। এই সময়ের মধ্যে ২৮ প্রজাতির পরিযায়ী পাখির সন্ধান পাওয়া গেছে। এ বছর বিলে আসা পরিযায়ী পাখির মধ্যে সবচেয়ে বেশি দুই হাজার পাতি-সরালি পাখি বিচরণ করেছে, যা গত বছর ছিল চার হাজার।

 জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগ সাপাহার রেঞ্জের কর্মকর্তা শরিফুল ইসলাম, বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণ বিবিসিএফ নওগাঁ জেলা কমিটির সভাপতি হেফজুল ইসলাম,  প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত