Ajker Patrika

রায়পুরায় ইউনিয়ন আ.লীগের বৈঠক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩: ০৪
রায়পুরায় ইউনিয়ন আ.লীগের বৈঠক

নরসিংদীর রায়পুরা ইউনিয়নে গত মঙ্গলবার বিকেলে উলাসেরকান্দা গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হালিমের সমর্থনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আবদুল জলিল মিয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেন হালিম। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল রাজ্জাক, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বার,

আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শামীম ও সাধারণ সম্পাদক লিংকন, পল্লি চিকিৎসক নজরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হালিম বলেন, ‘আমি ক্ষমতার জন্য নির্বাচনে জয়ী হতে চাই না। আমি জনগণের বৈধ প্রতিনিধি হয়ে সেবা করার জন্য জয়ী হতে চাই। জনগণের সেবক হয়ে ভবিষ্যতেও কাজ করতে চাই। নির্বাচিত হলে সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণের পাশাপাশি দলকে সুসংগঠিত করে সুনামের সহিত সব কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও আমাকে জয়ী করারা জন্য সবার কাছে প্রার্থনা জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত