বিনোদন প্রতিবেদক, ঢাকা
শুধু জন্মসূত্রে প্রাপ্ত লিঙ্গপরিচয় দিয়েই মানুষের আত্মনির্ণয় ঘটে না। ছকে বাঁধা কিছু নিয়মে মেলে মানুষের সামাজিক পরিচয়। এর মাঝে থাকে কিছু মানুষ, যারা সামাজিকভাবে বিপন্ন, পরিবার থেকে হয় নিগৃহ। এমন কিছু মানুষের অন্ধকার জীবনের বেদনার গল্প নিয়ে তৈরি হয়েছে নবরস নৃত্য ও নাট্যদলের নাটক ‘উনপুরুষ’। আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি। উনপুরুষ রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা।
২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় নবরস নৃত্য ও নাট্যদল। প্রতিষ্ঠার পর বেশ সময় নিয়েই দলটি মঞ্চে এনেছে তাদের প্রথম প্রযোজনা ‘উনপুরুষ’। এটি একজন আত্মনির্ণয় বিপন্ন মানুষের গল্প।
নাটকটি প্রসঙ্গে নাট্যকার অপু মেহেদী বলেন, ‘বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে মানুষ তার অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠা অনুভূতি দিয়েই ঠিক করে নিতে চায় তার সামাজিক পরিচয়। এই পরিচয় বা আত্মনির্ণয়ে যখন বাধা আসে, তখনই সে হয়ে ওঠে বিপন্ন। আমাদের চারপাশে এমন অসংখ্য বিপন্ন মানুষ রয়েছে। তাদের কেউ কেউ পরিচয়ের স্বীকৃতির জন্য সোচ্চার হয়, আবার কেউ কেউ সমাজের ঘৃণিত রূপ দেখার ভয়ে আমৃত্যু আড়াল করে রাখে নিজেকে। আমাদের সমাজের এই আত্মনির্ণয় বিপন্ন মানুষদের গল্প বলার প্রয়াস উনপুরুষ।’
নির্দেশক শামছি আরা সায়েকা বলেন ‘সমাজের যেমন ভালো রূপ আছে, তেমনি আছে কিছু খারাপ দিক। সেই খারাপ রূপগুলো দেখার ভয়ে মানুষ নিজেকে বদ্ধ করে রাখে অন্ধ কুঠুরির মধ্যে। এই খারাপ রূপ মুছে দিতে হলে তার বিরুদ্ধে সোচ্চার হতে হয়। সমাজের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় অসংগতিগুলো। সেই দায়বদ্ধতা থেকেই এই নাটকটি করা।’
উনপুরুষে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, তানজীদ ইসলাম শুভ, সৈয়দা শামছি আরা সায়েকা, জয় খান, নুসরাত জাহান বন্যা, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি ও বাঁধন। আলো ও মঞ্চ পরিকল্পনায় সাইফুল ইসলাম, পোশাক উপদেষ্টা ওয়াহিদা মল্লিক জলি, পোশাক পরিকল্পক সৈয়দা শামছি আরা সায়েকা, সংগীত পরিচালক এ বি সিদ্দিক, সংগীতশিল্পী গোপী দেবনাথ, বন্যা, রামিসা ও কথা।
শুধু জন্মসূত্রে প্রাপ্ত লিঙ্গপরিচয় দিয়েই মানুষের আত্মনির্ণয় ঘটে না। ছকে বাঁধা কিছু নিয়মে মেলে মানুষের সামাজিক পরিচয়। এর মাঝে থাকে কিছু মানুষ, যারা সামাজিকভাবে বিপন্ন, পরিবার থেকে হয় নিগৃহ। এমন কিছু মানুষের অন্ধকার জীবনের বেদনার গল্প নিয়ে তৈরি হয়েছে নবরস নৃত্য ও নাট্যদলের নাটক ‘উনপুরুষ’। আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি। উনপুরুষ রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা।
২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় নবরস নৃত্য ও নাট্যদল। প্রতিষ্ঠার পর বেশ সময় নিয়েই দলটি মঞ্চে এনেছে তাদের প্রথম প্রযোজনা ‘উনপুরুষ’। এটি একজন আত্মনির্ণয় বিপন্ন মানুষের গল্প।
নাটকটি প্রসঙ্গে নাট্যকার অপু মেহেদী বলেন, ‘বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে মানুষ তার অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠা অনুভূতি দিয়েই ঠিক করে নিতে চায় তার সামাজিক পরিচয়। এই পরিচয় বা আত্মনির্ণয়ে যখন বাধা আসে, তখনই সে হয়ে ওঠে বিপন্ন। আমাদের চারপাশে এমন অসংখ্য বিপন্ন মানুষ রয়েছে। তাদের কেউ কেউ পরিচয়ের স্বীকৃতির জন্য সোচ্চার হয়, আবার কেউ কেউ সমাজের ঘৃণিত রূপ দেখার ভয়ে আমৃত্যু আড়াল করে রাখে নিজেকে। আমাদের সমাজের এই আত্মনির্ণয় বিপন্ন মানুষদের গল্প বলার প্রয়াস উনপুরুষ।’
নির্দেশক শামছি আরা সায়েকা বলেন ‘সমাজের যেমন ভালো রূপ আছে, তেমনি আছে কিছু খারাপ দিক। সেই খারাপ রূপগুলো দেখার ভয়ে মানুষ নিজেকে বদ্ধ করে রাখে অন্ধ কুঠুরির মধ্যে। এই খারাপ রূপ মুছে দিতে হলে তার বিরুদ্ধে সোচ্চার হতে হয়। সমাজের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় অসংগতিগুলো। সেই দায়বদ্ধতা থেকেই এই নাটকটি করা।’
উনপুরুষে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, তানজীদ ইসলাম শুভ, সৈয়দা শামছি আরা সায়েকা, জয় খান, নুসরাত জাহান বন্যা, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি ও বাঁধন। আলো ও মঞ্চ পরিকল্পনায় সাইফুল ইসলাম, পোশাক উপদেষ্টা ওয়াহিদা মল্লিক জলি, পোশাক পরিকল্পক সৈয়দা শামছি আরা সায়েকা, সংগীত পরিচালক এ বি সিদ্দিক, সংগীতশিল্পী গোপী দেবনাথ, বন্যা, রামিসা ও কথা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪