শিল্পকলায় নবরসের নাটক ‘উনপুরুষ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

শুধু জন্মসূত্রে প্রাপ্ত লিঙ্গপরিচয় দিয়েই মানুষের আত্মনির্ণয় ঘটে না। ছকে বাঁধা কিছু নিয়মে মেলে মানুষের সামাজিক পরিচয়। এর মাঝে থাকে কিছু মানুষ, যারা সামাজিকভাবে বিপন্ন, পরিবার থেকে হয় নিগৃহ। এমন কিছু মানুষের অন্ধকার জীবনের বেদনার গল্প নিয়ে তৈরি হয়েছে নবরস নৃত্য ও নাট্যদলের নাটক ‘উনপুরুষ’। আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি। উনপুরুষ রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা।

২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় নবরস নৃত্য ও নাট্যদল। প্রতিষ্ঠার পর বেশ সময় নিয়েই দলটি মঞ্চে এনেছে তাদের প্রথম প্রযোজনা ‘উনপুরুষ’। এটি একজন আত্মনির্ণয় বিপন্ন মানুষের গল্প।

নাটকটি প্রসঙ্গে নাট্যকার অপু মেহেদী বলেন, ‘বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে মানুষ তার অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠা অনুভূতি দিয়েই ঠিক করে নিতে চায় তার সামাজিক পরিচয়। এই পরিচয় বা আত্মনির্ণয়ে যখন বাধা আসে, তখনই সে হয়ে ওঠে বিপন্ন। আমাদের চারপাশে এমন অসংখ্য বিপন্ন মানুষ রয়েছে। তাদের কেউ কেউ পরিচয়ের স্বীকৃতির জন্য সোচ্চার হয়, আবার কেউ কেউ সমাজের ঘৃণিত রূপ দেখার ভয়ে আমৃত্যু আড়াল করে রাখে নিজেকে। আমাদের সমাজের এই আত্মনির্ণয় বিপন্ন মানুষদের গল্প বলার প্রয়াস উনপুরুষ।’

নির্দেশক শামছি আরা সায়েকা বলেন ‘সমাজের যেমন ভালো রূপ আছে, তেমনি আছে কিছু খারাপ দিক। সেই খারাপ রূপগুলো দেখার ভয়ে মানুষ নিজেকে বদ্ধ করে রাখে অন্ধ কুঠুরির মধ্যে। এই খারাপ রূপ মুছে দিতে হলে তার বিরুদ্ধে সোচ্চার হতে হয়। সমাজের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় অসংগতিগুলো। সেই দায়বদ্ধতা থেকেই এই নাটকটি করা।’

উনপুরুষে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, তানজীদ ইসলাম শুভ, সৈয়দা শামছি আরা সায়েকা, জয় খান, নুসরাত জাহান বন্যা, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি ও বাঁধন। আলো ও মঞ্চ পরিকল্পনায় সাইফুল ইসলাম, পোশাক উপদেষ্টা ওয়াহিদা মল্লিক জলি, পোশাক পরিকল্পক সৈয়দা শামছি আরা সায়েকা, সংগীত পরিচালক এ বি সিদ্দিক, সংগীতশিল্পী গোপী দেবনাথ, বন্যা, রামিসা ও কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত