শাহরিয়ার ফিরোজ, ঢাকা
টপ অর্ডার ব্যর্থ, মিডল অর্ডারও। মাহমুদউল্লাহর কল্যাণে দু-একটা ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটিং দৃঢ়তা দেখালেও এই বিশ্বকাপে ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ বলা থেকে বিরত রাখার জন্য সেটা যথেষ্ট নয়। বোলাররাও কি খুব ভালো করেছেন! তুলনামূলকভাবে হয়তো কিছুটা ভালো করেছেন, কিন্তু কোনো একটা অঙ্গ যখন কাজ না করে, তখন সেটার প্রভাব পুরো শরীরের কর্মক্ষমতার ওপর পড়তে বাধ্য। এই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থাও হয়েছে ঠিক তাই—ব্যাটিং হয় না, বোলাররাও পারেন না। ফিল্ডিং? সেখানেও উন্নতির বিস্তর সুযোগ! আপাতদৃষ্টে ক্রিকেটারদের ‘না পারা’টাই দলের বিশ্বকাপ ব্যর্থতার কারণ। আরও একটু পিছিয়ে গেলে উঠে আসবে বিশ্বকাপের দল নির্বাচনের আগে অভিজ্ঞ ক্রিকেটারদের গুরুত্ব না দেওয়া এবং শেষ মুহূর্তে বিতর্কিতভাবে অভিজ্ঞ তামিম ইকবালকে দলে না রাখা। ভুল প্রক্রিয়ায় দল নির্বাচনের কথাও বলবেন কেউ কেউ। আবার কেউ দলের কোনো কিছুই ঠিক ছিল না বলে ‘তামিম-বিতর্ক’ও টেনে আনবেন।
সব ঠিক আছে, কারণ হিসেবে দেখালে কোনোটাই অযৌক্তিক নয়। কিন্তু এই সব কারণ এক অর্থে তাৎক্ষণিক! ব্যর্থতার আসল কারণটা তো অন্যখানে।
একটা উদাহরণ হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগকেই টেনে আনা যায়। দুই মৌসুম ধরে এই ঘরোয়া প্রতিযোগিতায় শীর্ষ দুই রান সংগ্রাহক এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম শেখ। অথচ তাঁরা বিশ্বকাপ দলে নেই। তাঁদের না থাকার কারণটা কারও অজানা নয়—ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটালেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের ব্যাটে রানের দেখা মেলে না! সবশেষ গত এশিয়া কাপেই সুযোগ পেলেও দুজনের কেউই রান পাননি। নাঈম শেখ চার ম্যাচে করেছেন ৮৫। এক ম্যাচে এনামুল হকের রান ৪। আর বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে উইকেটে তাঁদের দুর্বল ফুটওয়াক, আড়ষ্টতা দেখে মনে হয়েছে—চকচক করলেই যেমন সোনা হয় না, ঘরোয়া ক্রিকেটে রানবন্যা বইয়ে দিলেও বিশ্বমানের ব্যাটার হওয়া যায় না!
ঘরোয়া ক্রিকেট—শব্দ দুটোর আগে বাংলাদেশের নাম নেওয়াটা অতি আবশ্যক। সাত সমুদ্র তেরো নদীর পারের দেশ অস্ট্রেলিয়া কিংবা পাশের দেশ ভারত—দুই দেশেরই ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই উঠে আসেন ক্রিকেটাররা। যাঁরা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেন, জাতীয় দলের জার্সিতেও তাঁরাই পারফর্মার। কিন্তু আমাদের এখানে ব্যাপারটা উল্টো। শুধু ঢাকা লিগই নয়, বাংলাদেশ ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট লিগ—প্রতিটি প্রতিযোগিতার মানই প্রশ্নবিদ্ধ। এসব প্রতিযোগিতার জন্য নেই বিশ্বমানের উইকেটও। তাই ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটালেও এনামুল-নাঈমরা আস্থা অর্জন করতে পারেন না নির্বাচকদের। দেশের ক্রিকেটের কাঠামোটাই এমন—জাতীয় দলে আসার মতো খেলোয়াড়ই তৈরি করতে পারে না! ভালো খেলোয়াড় তৈরি হওয়ার রাস্তাটাই যখন এবড়োখেবড়ো, কীভাবে বাংলাদেশ বিশ্বমঞ্চে ভালো করবে!
এক বিশ্বকাপ শেষে আমরা ছবি আঁকি পরের বিশ্বকাপের। কোচ বদল হয়, অধিনায়কও। যোগ-বিয়োগ হয় খেলোয়াড়েরও। কিন্তু পরিবর্তন যেখানে দরকার, সেখানে নতুন করে শুরুর প্রয়োজনীয়তা অনুভব করি না আমরা। অন্তত যাঁদের অনুভব করা দরকার, হয়তো তাঁরাও অনুভব করেন, কিন্তু কিছুই করেন না!
তবু পরিবর্তনের ডাক আসে। ভবিষ্যতের মঙ্গল চিন্তায় তাগিদ আসে বদলের। টানা ছয় ম্যাচ হারের পর বদলেরও ডাক দিলেন ক্রিকেট বিশ্লেষক ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম এবং দুই সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ রফিক।
নাজমুল আবেদীন ফাহিম
মাঠের খেলায় ভালো করতে হলে ভালো খেলতে হবে। ভালো খেলার জন্য চাই ভালো ক্রিকেটার। ক্রিকেটার তৈরির প্রক্রিয়াটা কি ঠিক আছে আমাদের! আমাদের ঘরোয়া ক্রিকেটের কাঠামোটা এমন, এখানে ক্রিকেটারদের খুব একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে তারা ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়। এই পরিস্থিতির পরিবর্তনে করণীয় সবকিছুই করতে হবে। ভালো খেলোয়াড় উঠে আসা নিশ্চিত করতে হবে।
খালেদ মাসুদ পাইলট
না দল নির্বাচনের প্রক্রিয়া, না বিশ্বকাপের দল—কোনো কিছুই ভালো ছিল না আমাদের। তার ওপর একযোগে সব খেলোয়াড়ের বাজে ফর্ম। এসবেরই ফসল—সবার আগে বিশ্বকাপ থেকে বিদায়। তবে বৈশ্বিক ক্রিকেট আসরে ভালো কিছু করতে চাইলে অনেক কিছুই বদলাতে হবে আমাদের। পরিকল্পনা করে এগোতে হবে। শূন্য থেকে শুরুর মানসিকতা নিয়ে এগোতে হবে। সেটা মাঠে এবং মাঠের বাইরেও।
মোহাম্মদ রফিক
যখন সবকিছু ঠিকঠাকমতো হচ্ছে না, তখন বুঝে নিতে হবে, গোড়ায় গলদ আছে। দিনকে দিন এগোবে কী, উল্টো পেছনের দিকে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট। এই গোড়ায় গলদ যত দিন না আপনি দূর করতে পারছেন, তত দিন কোনো কিছুই ঠিক হবে না। একেকটা বিশ্বকাপ আসবে, আর এমনই করবে বাংলাদেশ দল—যদি না আপনি অনেক কিছুই পরিবর্তন আনতে পারছেন।
টপ অর্ডার ব্যর্থ, মিডল অর্ডারও। মাহমুদউল্লাহর কল্যাণে দু-একটা ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটিং দৃঢ়তা দেখালেও এই বিশ্বকাপে ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ বলা থেকে বিরত রাখার জন্য সেটা যথেষ্ট নয়। বোলাররাও কি খুব ভালো করেছেন! তুলনামূলকভাবে হয়তো কিছুটা ভালো করেছেন, কিন্তু কোনো একটা অঙ্গ যখন কাজ না করে, তখন সেটার প্রভাব পুরো শরীরের কর্মক্ষমতার ওপর পড়তে বাধ্য। এই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থাও হয়েছে ঠিক তাই—ব্যাটিং হয় না, বোলাররাও পারেন না। ফিল্ডিং? সেখানেও উন্নতির বিস্তর সুযোগ! আপাতদৃষ্টে ক্রিকেটারদের ‘না পারা’টাই দলের বিশ্বকাপ ব্যর্থতার কারণ। আরও একটু পিছিয়ে গেলে উঠে আসবে বিশ্বকাপের দল নির্বাচনের আগে অভিজ্ঞ ক্রিকেটারদের গুরুত্ব না দেওয়া এবং শেষ মুহূর্তে বিতর্কিতভাবে অভিজ্ঞ তামিম ইকবালকে দলে না রাখা। ভুল প্রক্রিয়ায় দল নির্বাচনের কথাও বলবেন কেউ কেউ। আবার কেউ দলের কোনো কিছুই ঠিক ছিল না বলে ‘তামিম-বিতর্ক’ও টেনে আনবেন।
সব ঠিক আছে, কারণ হিসেবে দেখালে কোনোটাই অযৌক্তিক নয়। কিন্তু এই সব কারণ এক অর্থে তাৎক্ষণিক! ব্যর্থতার আসল কারণটা তো অন্যখানে।
একটা উদাহরণ হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগকেই টেনে আনা যায়। দুই মৌসুম ধরে এই ঘরোয়া প্রতিযোগিতায় শীর্ষ দুই রান সংগ্রাহক এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম শেখ। অথচ তাঁরা বিশ্বকাপ দলে নেই। তাঁদের না থাকার কারণটা কারও অজানা নয়—ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটালেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের ব্যাটে রানের দেখা মেলে না! সবশেষ গত এশিয়া কাপেই সুযোগ পেলেও দুজনের কেউই রান পাননি। নাঈম শেখ চার ম্যাচে করেছেন ৮৫। এক ম্যাচে এনামুল হকের রান ৪। আর বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে উইকেটে তাঁদের দুর্বল ফুটওয়াক, আড়ষ্টতা দেখে মনে হয়েছে—চকচক করলেই যেমন সোনা হয় না, ঘরোয়া ক্রিকেটে রানবন্যা বইয়ে দিলেও বিশ্বমানের ব্যাটার হওয়া যায় না!
ঘরোয়া ক্রিকেট—শব্দ দুটোর আগে বাংলাদেশের নাম নেওয়াটা অতি আবশ্যক। সাত সমুদ্র তেরো নদীর পারের দেশ অস্ট্রেলিয়া কিংবা পাশের দেশ ভারত—দুই দেশেরই ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই উঠে আসেন ক্রিকেটাররা। যাঁরা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেন, জাতীয় দলের জার্সিতেও তাঁরাই পারফর্মার। কিন্তু আমাদের এখানে ব্যাপারটা উল্টো। শুধু ঢাকা লিগই নয়, বাংলাদেশ ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট লিগ—প্রতিটি প্রতিযোগিতার মানই প্রশ্নবিদ্ধ। এসব প্রতিযোগিতার জন্য নেই বিশ্বমানের উইকেটও। তাই ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটালেও এনামুল-নাঈমরা আস্থা অর্জন করতে পারেন না নির্বাচকদের। দেশের ক্রিকেটের কাঠামোটাই এমন—জাতীয় দলে আসার মতো খেলোয়াড়ই তৈরি করতে পারে না! ভালো খেলোয়াড় তৈরি হওয়ার রাস্তাটাই যখন এবড়োখেবড়ো, কীভাবে বাংলাদেশ বিশ্বমঞ্চে ভালো করবে!
এক বিশ্বকাপ শেষে আমরা ছবি আঁকি পরের বিশ্বকাপের। কোচ বদল হয়, অধিনায়কও। যোগ-বিয়োগ হয় খেলোয়াড়েরও। কিন্তু পরিবর্তন যেখানে দরকার, সেখানে নতুন করে শুরুর প্রয়োজনীয়তা অনুভব করি না আমরা। অন্তত যাঁদের অনুভব করা দরকার, হয়তো তাঁরাও অনুভব করেন, কিন্তু কিছুই করেন না!
তবু পরিবর্তনের ডাক আসে। ভবিষ্যতের মঙ্গল চিন্তায় তাগিদ আসে বদলের। টানা ছয় ম্যাচ হারের পর বদলেরও ডাক দিলেন ক্রিকেট বিশ্লেষক ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম এবং দুই সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ রফিক।
নাজমুল আবেদীন ফাহিম
মাঠের খেলায় ভালো করতে হলে ভালো খেলতে হবে। ভালো খেলার জন্য চাই ভালো ক্রিকেটার। ক্রিকেটার তৈরির প্রক্রিয়াটা কি ঠিক আছে আমাদের! আমাদের ঘরোয়া ক্রিকেটের কাঠামোটা এমন, এখানে ক্রিকেটারদের খুব একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে তারা ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়। এই পরিস্থিতির পরিবর্তনে করণীয় সবকিছুই করতে হবে। ভালো খেলোয়াড় উঠে আসা নিশ্চিত করতে হবে।
খালেদ মাসুদ পাইলট
না দল নির্বাচনের প্রক্রিয়া, না বিশ্বকাপের দল—কোনো কিছুই ভালো ছিল না আমাদের। তার ওপর একযোগে সব খেলোয়াড়ের বাজে ফর্ম। এসবেরই ফসল—সবার আগে বিশ্বকাপ থেকে বিদায়। তবে বৈশ্বিক ক্রিকেট আসরে ভালো কিছু করতে চাইলে অনেক কিছুই বদলাতে হবে আমাদের। পরিকল্পনা করে এগোতে হবে। শূন্য থেকে শুরুর মানসিকতা নিয়ে এগোতে হবে। সেটা মাঠে এবং মাঠের বাইরেও।
মোহাম্মদ রফিক
যখন সবকিছু ঠিকঠাকমতো হচ্ছে না, তখন বুঝে নিতে হবে, গোড়ায় গলদ আছে। দিনকে দিন এগোবে কী, উল্টো পেছনের দিকে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট। এই গোড়ায় গলদ যত দিন না আপনি দূর করতে পারছেন, তত দিন কোনো কিছুই ঠিক হবে না। একেকটা বিশ্বকাপ আসবে, আর এমনই করবে বাংলাদেশ দল—যদি না আপনি অনেক কিছুই পরিবর্তন আনতে পারছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে