Ajker Patrika

রায়পুরায় দুজন নিহতের ঘটনায় মামলা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ৫৮
রায়পুরায় দুজন নিহতের ঘটনায় মামলা

নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাতে রায়পুরা থানায় দুই পরিবারের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। দুই মামলায় ৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রায়পুরার পাড়াতলীর কাচারিকান্দি গ্রামে সংঘর্ষের সময় দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁরা হলেন রায়পুরার পাড়াতলীর কাচারিকান্দি গ্রামের মলফত আলীর ছেলে সাদির মিয়া (১৯) ও আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পাড়াতলী আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনায় টেঁটাবিদ্ধ ও গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ৪০ জন আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ২টি পাইপ গান ও ৩ রাউন্ড রাবার বুলেট উদ্ধারসহ কাচারিকান্দি গ্রামের মৃত বুরজ মিয়ার ছেলে সাব মিয়া (৫৩) নামে ১ জনকে আটক করেছে পুলিশ।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ আজকের পত্রিকাকে জানান, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে পাওয়া দুটি লিখিত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত