আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে কাজাখস্তান

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১১: ৪৪
আপডেট : ০৭ জুন ২০২৩, ১২: ০৩

কাজাখস্তান সরকারের বিজ্ঞান ও উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রণালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫৫০টি স্কলারশিপ বরাদ্দ দিয়েছে। কেবল বিদেশি শিক্ষার্থী নয়, কাজাখস্তানের জাতীয়তা আছে কিন্তু দেশটিতে বর্তমানে নাগরিকত্ব নেই—এমন শিক্ষার্থীরাও স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপটি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য দেওয়া হবে।

স্কলারশিপের সংখ্যা:

  • স্নাতক প্রোগ্রামের জন্য ৪৯০টি
  • স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ৫০টি এবং
  • পিএইচডি প্রোগ্রামের জন্য ১০টি স্কলারশিপ।
    কাজাখস্তান জাতীয় উচ্চশিক্ষা উন্নয়ন কর্তৃপক্ষ (এমএসএইচই আরকে) এই স্কলারশিপের অধীনে ভর্তি-প্রক্রিয়া পরিচালনা করবে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা প্রয়োজনীয় সব সনদ, তথ্য-উপাত্ত কাজাখ, রাশিয়ান অথবা ইংরেজি ভাষায় জমা দিতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র:

  • শিক্ষার্থীকে পরিচয়পত্র জমা দিতে হবে।
  • সর্বশেষ পরীক্ষার সনদ ট্রান্সক্রিপ্টসহ জমা দিতে হবে।
  • ট্রান্সক্রিপ্ট ও সনদগুলো কাজাখ, রাশিয়ান অথবা ইংরেজি ভাষায় অনুবাদ করা হতে হবে।
  • ব্যাচেলর ডিগ্রিতে ভর্তির জন্য মাধ্যমিকের ফলাফল ন্যূনতম ‘গুড’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে।
  • কাজাখ, রাশিয়ান অথবা ইংরেজি ভাষায় লিখিত একটি অনুপ্রেরণামূলক প্রবন্ধ জমা দিতে হবে।
  • শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন অথবা যে কর্মস্থানে কর্মরত রয়েছেন, সেখান থেকে প্রাপ্ত কাজাখ, রাশিয়ান অথবা ইংরেজি ভাষায় লিখিত রেকমেন্ডেশন লেটার জমা দিতে হবে।
  • বিদেশে পড়াশোনা করার জন্য একটি স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দিতে হবে, যার অন্তর্ভুক্ত থাকবে একজন থেরাপিস্ট, নারকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টের রিপোর্ট, এক্স-রে রিপোর্ট (ফ্লুওরোগ্রাফিক পরীক্ষার) এবং ল্যাব টেস্ট। 
  • এ ছাড়া ব্যক্তির শরীরে এইডসের অনুপস্থিতির সনদ লাগবে। শিক্ষার্থীর নিজ দেশের স্বাস্থ্যসংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষ থেকে এই টেস্টগুলো করাতে হবে।
  • কাজাখস্তান ইউনিভার্সিটি প্রেরিত আমন্ত্রণপত্র (যদি সম্ভব হয়) জমা দিতে হবে।
  • স্নাতকোত্তরে ভর্তি হতে হলে স্নাতক অথবা বিশেষায়িত ডিপ্লোমা ডিগ্রিতে চার পয়েন্টের স্কেলে ন্যূনতম ৩ পয়েন্ট অথবা সমমানের রেজাল্ট থাকতে হবে।

বিদেশি ভাষা সম্পর্কিত জ্ঞানের আন্তর্জাতিক সনদপত্র

  • আইইএলটিএসের (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) স্কোর ন্যূনতম ৫.৫ থাকতে হবে। 
  • টোফেল আইবিটি (টেস্ট অব ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ-ইন্টারনেট বেজড) টেস্টে ন্যূনতম ৪৬ থাকতে হবে। 
  • টোফেল পিবিটি (টেস্ট অব ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ-পেপার বেজড টেস্ট) টেস্টে ন্যূনতম ৪৫৩ থাকতে হবে। 

পিএইচডির ক্ষেত্রে অন্যান্য শর্ত
পিএইচডি ডিগ্রির জন্য স্নাতক অথবা বিশেষায়িত ডিপ্লোমা ডিগ্রিতে চার স্কেলে ন্যূনতম ৩ পয়েন্ট অথবা সমমানের রেজাল্ট থাকতে হবে। 
বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত গবেষণাকর্মের ডিজারটেশনটি কাজাখ, রাশিয়ান অথবা ইংরেজি ভাষায় লিখিত হতে হবে। এ ছাড়া আগে উল্লেখ করা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। 

আবেদন ও প্রয়োজনীয় তথ্য জমাদানের সময়সীমা: ৩০ জুন ২০২৩ পর্যন্ত।
বিস্তারিত অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে। ওয়েবসাইট 
তথ্যসূত্র : ওয়েবসাইট

অনুবাদ: আবিদা সুলতানা শামীমা

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত