Ajker Patrika

আলোচনায় নাটবল্টু খোলা বায়েজিদ ও সাগর ইজারা

মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৫: ৩৯
আলোচনায় নাটবল্টু খোলা বায়েজিদ ও সাগর ইজারা

বছরের মাঝামাঝি সময়ে পদ্মা সেতুর রেলিং থেকে নাটবল্টু খুলে টিকটক ভিডিও করে ভাইরাল হন পটুয়াখালীর বায়েজিদ তালহা মৃধা। তবে এ আলোচনাকেও ছাপিয়ে যায় সংসদ সদস্যের সাগর ইজারা কাণ্ড। আলোচনায় আসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান।

মাজারের দানবাক্স ইজারার প্রথা, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ নেতার ‘ইভিএমে কে কোথায় ভোট দেবেন, তা আমাদের কাছে চলে আসবে’ এ বক্তব্য। এ ছাড়া বিএনপির সাবেক সংসদ সদস্যের ওপর হামলা এবং পরে মৃত্যুর ঘটনাও ছিল আলোচনার শীর্ষে। সর্বশেষ মিরসরাইয়ে সাগরে ড্রেজারডুবিতে পটুয়াখালীর আট শ্রমিক নিহত হন।

তবে বিদায়ী বছরের আলোচিত ঘটনাগুলোর মধ্যে বেশি তোলপাড় সৃষ্টি করেছে সাগর দখল করে জেলেদের কাছ থেকে ইজারামূল্যের মতো নিয়মিত অর্থ আদায় করার ঘটনা। আর এ অভিযোগের তির ওঠে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবের দিকে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর অভিযানে নামে জেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড, যার সত্যতাও পায় তারা।

এরপর সবচেয়ে বেশি আলোচিত হয়েছে পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা বায়েজিদ তালহার পদ্মা সেতুর রেলিং থেকে নাটবল্টু খোলার কাণ্ড। ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের দিন টিকটক ভিডিও করে রেলিংয়ের নাটবল্টু খুলে দেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে তাঁকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে পাঠায়।

২ ফেব্রুয়ারি রাতে বান্দরবানের রুমা জোনে জেএসএস মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সদর উপজেলার বহালগাছিয়ার বাসিন্দা হাবিবুর রহমান নিহত হন।

আলোচনায় ছিল মির্জাগঞ্জের মরহুম ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহ.) দরবার শরিফের মাজারে লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার দানবাক্স। সারা দেশের ৩০ হাজার দানবাক্স স্থাপন ও টাকা উত্তোলনের জন্য ইজারার আয়োজন করে মাজার ব্যবস্থাপনা কমিটি।  

আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেলের নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। গত ২৩ জুলাই বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার উঠান বৈঠকে তিনি বলেন, ‘ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবেন, তা কিন্তু আমাদের কাছে চলে আসবে।’ এ বক্তব্য নির্বাচন কমিশনসহ আওয়ামী লীগকে বিব্রত করে।

সর্বশেষ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজারডুবিতে পটুয়াখালী সদর উপজেলার আটজন নিহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত