আজকের পত্রিকা ডেস্ক
নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণ করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাজিতপুর: দিবসটি উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালোব্যাজ ধারণ, পুষ্পাঞ্জলি প্রদান এবং শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক। থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম প্রমুখ।
পাকুন্দিয়া: সকালে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। সভার শুরুতে শহীদদের স্মরণে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন ও পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ কামাল। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কুলিয়ারচর: উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে আলোচনা সভা সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য জিল্লুর রহমান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।
কটিয়াদী: সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব, মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলামসহ রাজনৈতিক নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শিবপুর: উপজেলার বাজনাব আবুল ফায়েজ উচ্চবিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শহীদ বুদ্ধিজীবীদের জীবনী ও কর্মজীবন এবং মুক্তিযুদ্ধে তাঁদের অবদান নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নরসিংদী: দিবসটি উপলক্ষে সকালে জেলার ছয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও সন্ধ্যায় শহরের কোর্ট রোডে প্রদীপ প্রজ্বলন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এ সময় বীর মুক্তিযোদ্ধারা আলোচনায় অংশ নেন। একই সময়ে জেলার বাকি পাঁচ উপজেলায়ও নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণ করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাজিতপুর: দিবসটি উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালোব্যাজ ধারণ, পুষ্পাঞ্জলি প্রদান এবং শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক। থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম প্রমুখ।
পাকুন্দিয়া: সকালে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। সভার শুরুতে শহীদদের স্মরণে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন ও পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ কামাল। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কুলিয়ারচর: উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে আলোচনা সভা সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য জিল্লুর রহমান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।
কটিয়াদী: সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব, মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলামসহ রাজনৈতিক নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শিবপুর: উপজেলার বাজনাব আবুল ফায়েজ উচ্চবিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শহীদ বুদ্ধিজীবীদের জীবনী ও কর্মজীবন এবং মুক্তিযুদ্ধে তাঁদের অবদান নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নরসিংদী: দিবসটি উপলক্ষে সকালে জেলার ছয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও সন্ধ্যায় শহরের কোর্ট রোডে প্রদীপ প্রজ্বলন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এ সময় বীর মুক্তিযোদ্ধারা আলোচনায় অংশ নেন। একই সময়ে জেলার বাকি পাঁচ উপজেলায়ও নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে