পানিতে তলিয়ে গেছে খেত বিপাকে বাদামচাষিরা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১১: ১৫
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে তলিয়ে গেছে বাদামখেত। এতে স্থানীয় কৃষকেরা বিপাকে পড়েছেন। এক মাস আগে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে প্রায় পাঁচ হাজার বিঘা পাকা ধান উজানের ঢলে তলিয়ে যায়। সেই ক্ষতি পুষিয়ে নিতে তাঁরা বাদাম চাষ করেছিলেন জমিতে। সেই ক্ষত না সারতেই সিলেটের অতিবর্ষণসহ বন্যার ঢলে প্রায় এক হাজার বিঘা বাদামখেত আবারও তলিয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকার।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলায় এ বছর ১ হাজার ৪০০ বিঘা জমিতে বাদাম চাষ করা হয়। এর মধ্যে চাষ করা হয় উপজেলার গোয়ালনগর ইউনিয়নে প্রায় এক হাজার বিঘা জমিতে। উপজেলায় বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ৫০ হাজার মণ। কিন্তু উজানের পানির কারণে হঠ্যাৎ বন্যায় সেই লক্ষ্যমাত্রা এবার অর্জিত হবে না।

গতকাল মঙ্গলবার উপজেলার গোয়ালনগর ইউনিয়নে সরেজমিন দেখা গেছে, ডুবে যাওয়া বাদামগাছ তুলছেন কৃষকেরা। এ সময় কথা হয় কৃষকদের সঙ্গে।

বাদামচাষি মেরাজ মিয়া বলেন, ‘আমি ছয় বিঘা জমিতে বাদাম চাষ করেছিলাম। ভেবেছিলাম, দু-এক দিনের মধ্যে সব বাদাম তুলে ফেলব, কিন্তু এর মধ্যেই পুরো বাদামখেত পানিতে তলিয়ে গেছে।’

মো. রজব আলী নামের আরেকজন কৃষক বলেন, ‘আমাদের ইউনিয়নের জামারবালি, সোনাতলা ও মাইজখোলা গ্রামে প্রায় ১ হাজার ২০০ বিঘা বাদামের জমি আছে। গত তিন দিনে ৫-৬ ফুট পানি বাড়ায় সব তলিয়ে গেছে। এখন বাদাম তুলতে কাজের লোকও পাওয়া যাচ্ছে না।’

কৃষক ফতু মিয়া বলেন, ‘হঠাৎ পানি আসায় সব খেত পানিতে তলিয়ে গেছে। আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। কিছুদিন আগে পাকা ধান পানিতে তলিয়ে গিয়েছিল। সেই সময়ও কোনো সরকারি সহযোগিতা পাইনি। এখন পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি।’

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল হক বলেন, ‘উপজেলার মধ্যে সবচেয়ে বেশি বাদাম চাষ করা হয় আমাদের ইউনিয়নে। কিন্তু এ বছর আগাম বন্যার কারণে কৃষকেরা তাঁদের ফসল ঘরে তুলতে পারেননি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ তারেক বলেন, ‘উপজেলার কয়েকটি চরাঞ্চলে বাদাম চাষ করা হয়। এই এলাকার চরাঞ্চলে জমিতে আগে আলু চাষ করা হয়, এরপর বাদামের। নিচু এলাকায় হওয়ায় বাদামগাছ পানিতে তলিয়ে গেছে। তবে প্রথমে বাদাম চাষ করা হলে পানিতে তলিয়ে যেত না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত