নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও গৌরনদী প্রতিনিধি
সিটি করপোরেশন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বরিশাল নগরে আর ফিরছেন না মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি গতকাল শুক্রবার গৌরনদীতে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন না। এমনকি নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতও ভাইয়ের ডাকে সাড়া না দিয়ে দিনভর নগরে প্রচারে ব্যস্ত ছিলেন। যে কারণে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গতকালের বর্ধিত সভা ছিল অনেকটা নিষ্প্রাণ।
ফলে চাচা-ভাতিজার পারিবারিক বিরোধ আওয়ামী লীগের বর্ধিত সভায়ও অবসান হলো না। জেলা ও মহানগর আওয়ামী লীগের এ বর্ধিত সভার নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতারা।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, মেয়র সাদিক ঢাকা থেকে নির্বাচন পরিচালনা করবেন। তিনি তাঁর অনুসারীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন।
বর্তমান মেয়র সাদিক বরিশাল সিটি নির্বাচনের মাঠে থাকছেন কি না এ প্রসঙ্গে বাহাউদ্দিন নাছিম বলেন, ১ জুন আবারও সভা আছে। তখন দেখা যাবে। প্রার্থী খোকনের না আসা প্রসঙ্গে নাছিম বলেন, নৌকার প্রার্থী প্রচারে ব্যস্ত রয়েছেন।
জানা গেছে, সংসদ সদস্য আবুল হাসানাতের ছেলে বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহ ফের মনোনয়ন না পাওয়ায় নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের পারিবারিক বিরোধ প্রকাশ্যে আসে। গত ১৫ এপ্রিল আবুল খায়েরকে প্রার্থী ঘোষণা করার পর এ পর্যন্ত সাদিক বরিশালে আসেননি এবং নগরীতে তাঁদের অনুসারীরা খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কাজে যুক্ত হননি। খোকন সেরনিয়াবাতকে ঘিরে সৃষ্ট আওয়ামী লীগের নতুনবলয়ের নেতা-কর্মীরা মেয়র সাদিককে ইতিমধ্যে বরিশাল নগরে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
বিরোধ মেটাতে গতকালের কাঙ্ক্ষিত বর্ধিত সভা বরিশাল নগর থেকে ৪১ কিলোমিটার দূরে গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত হয়। নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মঈন তুষার বলেন, এর আগের সব নির্বাচনে আচরণবিধির প্রতি সম্মান রেখে দলের সব ধরনের সভা হতো নগর থেকে ১০ কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে। এবার গৌরনদীতে কেন বিশেষ বর্ধিত সভার আয়োজন, এ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতও বলেছেন, প্রার্থী ঘোষণার দেড় মাস পর আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিন শুক্রবারই কেন বর্ধিত সভা ডাকা হলো?
বর্ধিত সভার সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘যেহেতু বরিশাল সিটি করপোরেশনে আমার ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র ছিল। সে (সাদিক) যেহেতু মনোনয়ন পায়নি। তাই তাঁর অনেক অনুসারীর মনে কষ্ট থাকতে পারে। তবে নৌকা মার্কার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সংসদ সদস্য পঙ্কজ নাথ, শাহে আলম, সৈয়দা রুবিনা আক্তার মীরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিটি করপোরেশন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বরিশাল নগরে আর ফিরছেন না মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি গতকাল শুক্রবার গৌরনদীতে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন না। এমনকি নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতও ভাইয়ের ডাকে সাড়া না দিয়ে দিনভর নগরে প্রচারে ব্যস্ত ছিলেন। যে কারণে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গতকালের বর্ধিত সভা ছিল অনেকটা নিষ্প্রাণ।
ফলে চাচা-ভাতিজার পারিবারিক বিরোধ আওয়ামী লীগের বর্ধিত সভায়ও অবসান হলো না। জেলা ও মহানগর আওয়ামী লীগের এ বর্ধিত সভার নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতারা।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, মেয়র সাদিক ঢাকা থেকে নির্বাচন পরিচালনা করবেন। তিনি তাঁর অনুসারীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন।
বর্তমান মেয়র সাদিক বরিশাল সিটি নির্বাচনের মাঠে থাকছেন কি না এ প্রসঙ্গে বাহাউদ্দিন নাছিম বলেন, ১ জুন আবারও সভা আছে। তখন দেখা যাবে। প্রার্থী খোকনের না আসা প্রসঙ্গে নাছিম বলেন, নৌকার প্রার্থী প্রচারে ব্যস্ত রয়েছেন।
জানা গেছে, সংসদ সদস্য আবুল হাসানাতের ছেলে বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহ ফের মনোনয়ন না পাওয়ায় নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের পারিবারিক বিরোধ প্রকাশ্যে আসে। গত ১৫ এপ্রিল আবুল খায়েরকে প্রার্থী ঘোষণা করার পর এ পর্যন্ত সাদিক বরিশালে আসেননি এবং নগরীতে তাঁদের অনুসারীরা খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কাজে যুক্ত হননি। খোকন সেরনিয়াবাতকে ঘিরে সৃষ্ট আওয়ামী লীগের নতুনবলয়ের নেতা-কর্মীরা মেয়র সাদিককে ইতিমধ্যে বরিশাল নগরে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
বিরোধ মেটাতে গতকালের কাঙ্ক্ষিত বর্ধিত সভা বরিশাল নগর থেকে ৪১ কিলোমিটার দূরে গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত হয়। নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মঈন তুষার বলেন, এর আগের সব নির্বাচনে আচরণবিধির প্রতি সম্মান রেখে দলের সব ধরনের সভা হতো নগর থেকে ১০ কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে। এবার গৌরনদীতে কেন বিশেষ বর্ধিত সভার আয়োজন, এ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতও বলেছেন, প্রার্থী ঘোষণার দেড় মাস পর আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিন শুক্রবারই কেন বর্ধিত সভা ডাকা হলো?
বর্ধিত সভার সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘যেহেতু বরিশাল সিটি করপোরেশনে আমার ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র ছিল। সে (সাদিক) যেহেতু মনোনয়ন পায়নি। তাই তাঁর অনেক অনুসারীর মনে কষ্ট থাকতে পারে। তবে নৌকা মার্কার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সংসদ সদস্য পঙ্কজ নাথ, শাহে আলম, সৈয়দা রুবিনা আক্তার মীরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে