নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্যাটরিনা কাইফ বিয়ের দিন প্রায় কোটি টাকা দামের পোশাক পরেছিলেন। এমন দামি বিয়ের পোশাক পৃথিবীতে আরও আছে। জেনে নেওয়া যাক দামি ৫টি বিয়ের পোশাক সম্পর্কে।
অ্যাঞ্জেলাবেবির বিয়ের পোশাক
২০১৫ সালে চীনের মডেল, গায়িকা ও নায়িকা অ্যাঞ্জেলা ইয়োং উইং বিয়ে করেন। তাঁর বিয়েতে খরচ হয় ৩১ মিলিয়ন ডলার। এর মধ্যে বিয়ের গাউনের দাম ছিল প্রায় ১২ কোটি ৮৫ লাখ টাকা বা দেড় মিলিয়ন ডলার। ফরাসি ব্র্যান্ড ডিওয়ের তৈরি গাউনটি তৈরিতে সময় লাগে ৫ মাস। গাউনটির ওড়না ১০ ফুট লম্বা। এর হাতায় আছে গোলাপের নকশা করা হাতে তৈরি লেইস।
ভিরা ওয়াংস পিকক ড্রেস
মার্কিন ফ্যাশন ডিজাইনার ভিরা ওয়াং সাদা রঙের রীতি ভেঙে ময়ূরের পেখম দিয়ে একটি গাউন তৈরি করেন। পুরুষ ময়ূরের ২ হাজার ৯টি পেখম দিয়ে বানানো এই গাউন সেলাই করেন ৮ জন কারিগর। বানাতে সময় লাগে ৮ মাস। প্রায় ১২ কোটি ৮৫ লাখ টাকা বা দেড় মিলিয়ন ডলারের বিয়ের গাউনটি প্রথম প্রদর্শিত হয় নানজিংয়ের একটি ওয়েডিং এক্সপোতে।
হোয়াইট গোল্ড ড্রেস
প্রায় ৬৮ কোটি ৫৩ লাখ টাকা বা ৮ দশমিক ৫ মিলিয়ন ডলার দামের পোশাকটির ডিজাইনার ইউমি কাটসুরা। ৮৯ বছর বয়সী জাপানি এই ডিজাইনার সিল্ক ও সাটিন কাপড়ের ওপরে বিশাল বিশাল গোলাপ বসিয়ে দিয়েছিলেন। বিয়ের এ পোশাকটি দেখলে মনে হয় যেন ফুল ফুটে আছে। গাউনটিতে ছিল ১ হাজার মুক্তা, ৫ ক্যারেটের দুষ্প্রাপ্য হোয়াইট গোল্ড ও ৮ দশমিক ৮ ক্যারেটের সবুজ হীরা। দাম বেশি হওয়ায় পোশাকটি কখনো বিক্রি হয়নি।
খোসলা লেহেঙ্গা
মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি বিয়েতে ৯০ কোটি রুপি বা প্রায় ১০১ কোটি ২৩ লাখ টাকা দামের লেহেঙ্গা পরেছিলেন। এটির ডিজাইনার ছিলেন আবু জানি সন্দীপ খোসলা। ইশা লেহেঙ্গার ওড়না হিসেবে জড়িয়ে নিয়েছিলেন তাঁর মায়ের বিয়ের শাড়ি। দুই শেডের অফ হোয়াইট ও গাঢ় লাল রঙের লেহেঙ্গাটি ভারতের ইতিহাসে সবচেয়ে দামি বিয়ের পোশাক।
দ্য ডায়মন্ড ওয়েডিং গাউন
প্রায় ১০২ কোটি ৮০ লাখ টাকা বা ১২ মিলিয়ন ডলার দামের বিয়ের গাউনটি কোনো বিয়েতে পরা হয়নি। ডিজাইনার রেনে স্ট্রাউস ও মার্টিন কার্টজ গাউনটি বিক্রি করেননি। বিয়ের পোশাকের বিজ্ঞাপন হিসেবেই তাঁরা এটি প্রদর্শন করেছেন। নামীদামি ফ্যাশন শোতেও এই পোশাক দেখা গেছে। ওয়েডিং গাউনটি পরে এপাশ-ওপাশ ঘুরলেই আলোর ঝলকানি দেখা যায়। ১৫০ ক্যারেটের হীরাখচিত গাউনটি তৈরি করা হয় ২০০৬ সালে।
সূত্র: লাক্সেটিক
ক্যাটরিনা কাইফ বিয়ের দিন প্রায় কোটি টাকা দামের পোশাক পরেছিলেন। এমন দামি বিয়ের পোশাক পৃথিবীতে আরও আছে। জেনে নেওয়া যাক দামি ৫টি বিয়ের পোশাক সম্পর্কে।
অ্যাঞ্জেলাবেবির বিয়ের পোশাক
২০১৫ সালে চীনের মডেল, গায়িকা ও নায়িকা অ্যাঞ্জেলা ইয়োং উইং বিয়ে করেন। তাঁর বিয়েতে খরচ হয় ৩১ মিলিয়ন ডলার। এর মধ্যে বিয়ের গাউনের দাম ছিল প্রায় ১২ কোটি ৮৫ লাখ টাকা বা দেড় মিলিয়ন ডলার। ফরাসি ব্র্যান্ড ডিওয়ের তৈরি গাউনটি তৈরিতে সময় লাগে ৫ মাস। গাউনটির ওড়না ১০ ফুট লম্বা। এর হাতায় আছে গোলাপের নকশা করা হাতে তৈরি লেইস।
ভিরা ওয়াংস পিকক ড্রেস
মার্কিন ফ্যাশন ডিজাইনার ভিরা ওয়াং সাদা রঙের রীতি ভেঙে ময়ূরের পেখম দিয়ে একটি গাউন তৈরি করেন। পুরুষ ময়ূরের ২ হাজার ৯টি পেখম দিয়ে বানানো এই গাউন সেলাই করেন ৮ জন কারিগর। বানাতে সময় লাগে ৮ মাস। প্রায় ১২ কোটি ৮৫ লাখ টাকা বা দেড় মিলিয়ন ডলারের বিয়ের গাউনটি প্রথম প্রদর্শিত হয় নানজিংয়ের একটি ওয়েডিং এক্সপোতে।
হোয়াইট গোল্ড ড্রেস
প্রায় ৬৮ কোটি ৫৩ লাখ টাকা বা ৮ দশমিক ৫ মিলিয়ন ডলার দামের পোশাকটির ডিজাইনার ইউমি কাটসুরা। ৮৯ বছর বয়সী জাপানি এই ডিজাইনার সিল্ক ও সাটিন কাপড়ের ওপরে বিশাল বিশাল গোলাপ বসিয়ে দিয়েছিলেন। বিয়ের এ পোশাকটি দেখলে মনে হয় যেন ফুল ফুটে আছে। গাউনটিতে ছিল ১ হাজার মুক্তা, ৫ ক্যারেটের দুষ্প্রাপ্য হোয়াইট গোল্ড ও ৮ দশমিক ৮ ক্যারেটের সবুজ হীরা। দাম বেশি হওয়ায় পোশাকটি কখনো বিক্রি হয়নি।
খোসলা লেহেঙ্গা
মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি বিয়েতে ৯০ কোটি রুপি বা প্রায় ১০১ কোটি ২৩ লাখ টাকা দামের লেহেঙ্গা পরেছিলেন। এটির ডিজাইনার ছিলেন আবু জানি সন্দীপ খোসলা। ইশা লেহেঙ্গার ওড়না হিসেবে জড়িয়ে নিয়েছিলেন তাঁর মায়ের বিয়ের শাড়ি। দুই শেডের অফ হোয়াইট ও গাঢ় লাল রঙের লেহেঙ্গাটি ভারতের ইতিহাসে সবচেয়ে দামি বিয়ের পোশাক।
দ্য ডায়মন্ড ওয়েডিং গাউন
প্রায় ১০২ কোটি ৮০ লাখ টাকা বা ১২ মিলিয়ন ডলার দামের বিয়ের গাউনটি কোনো বিয়েতে পরা হয়নি। ডিজাইনার রেনে স্ট্রাউস ও মার্টিন কার্টজ গাউনটি বিক্রি করেননি। বিয়ের পোশাকের বিজ্ঞাপন হিসেবেই তাঁরা এটি প্রদর্শন করেছেন। নামীদামি ফ্যাশন শোতেও এই পোশাক দেখা গেছে। ওয়েডিং গাউনটি পরে এপাশ-ওপাশ ঘুরলেই আলোর ঝলকানি দেখা যায়। ১৫০ ক্যারেটের হীরাখচিত গাউনটি তৈরি করা হয় ২০০৬ সালে।
সূত্র: লাক্সেটিক
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে