Ajker Patrika

সুজেয় শ্যামের প্রয়াণে শিল্পীদের শোক

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৮: ৩৮
সুজেয় শ্যামের প্রয়াণে শিল্পীদের শোক

চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগীতযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মারা গেছেন তিনি। সুজেয় শ্যাম ২০১৮ সাল থেকে ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসা চলছিল তাঁর। হৃদরোগে আক্রান্ত হওয়ায় গত জুনে তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়। গত ২৪ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। এ ছাড়া ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি।

সুজেয় শ্যামের প্রয়াণে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে। বরণ্যে এ শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন শিল্পীরা। জানিয়েছেন তাঁদের অনুভূতি।

শেখ-সাদি-খানআমাকে ফোন দিয়ে বলল, আবারও হাসপাতালে যাচ্ছি —শেখ সাদি খান, সুরকার ও সংগীত পরিচালক
সহযাত্রী, বন্ধু, শব্দসৈনিক, মুক্তিযোদ্ধা, সংগীত পরিচালক সুজেয় শ্যাম পৃথিবী থেকে বিদায় নিয়েছে! সেদিনও হাসপাতালে যাওয়ার আগে আমাকে ফোন দিয়ে বলল, আবারও হাসপাতালে যাচ্ছি। বিটিভির পরিবেশ সম্পর্কে জিজ্ঞাসা করল! আর যে কথাটা বলল; সেটা মনে লাগার মতোই! দোস্ত, শুনলাম আমরা শিল্পীদের পক্ষে যারা বিটিভির অনিয়ম আর দুর্নীতির ব্যাপারে প্রতিবাদ জানিয়ে আসছি, তাদের নাম নাকি তালিকা করছে? আমি বললাম, এসব নিয়ে এখন ভাববার দরকার নাই। আগে তোর সুস্থতা কামনা করি। আজ (গতকাল) যখন শুনলাম, সব মায়া ছেড়ে চলে গেছে সে! মনটা বড় বেশি খারাপ লাগছে! মনে পড়ছে চট্টগ্রাম রেডিওতে একসঙ্গে চাকরিতে জয়েন করা, তারপর ঢাকায় এসে একসঙ্গে দিনরাত এফডিসিতে রেকর্ডিং, পথচলা! সব স্মৃতি ভেসে উঠছে!

timir-nandi-20230621135506তাঁর ভালোবাসা এবং স্নেহে ধন্য হয়েছি বারবার—তিমির নন্দী, কণ্ঠশিল্পী
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত সংগীত পরিচালক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যামের সঙ্গে সম্পর্ক ১৯৬৯ সাল থেকে। ছোটবেলা থেকেই তাঁর ভালোবাসা এবং স্নেহে ধন্য হয়েছি বারবার। শ্যামদার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

কনকচাপাআমরা কখনো আপনাকে ভুলব না—কনকচাঁপা, কণ্ঠশিল্পী
চলে গেলেন আমাদের সংগীতের আরেক কিংবদন্তি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও সংগঠক সুজেয় শ্যাম। শ্যাম দাদা, বাংলাদেশকে আপনি অকৃত্রিম হাতে ঢেলে দিয়েছেন। আমরা কখনো আপনাকে ভুলব না। আপনার আত্মার শান্তি কামনা করছি।

নকিব-খানতাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা—নকীব খান, সুরকার ও কণ্ঠশিল্পী
হারিয়ে গেলেন আরেক কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব সুজেয় শ্যাম! তার আত্মা শান্তিতে থাকুক। সংগীতের প্রতি তাঁর অনুরাগ, সাধনা আর ভালোবাসা অনুপ্রেরণা জোগায়। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

আসিফ-আকবরতাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে—আসিফ আকবর, কণ্ঠশিল্পী
শ্রদ্ধেয় সুজেয় শ‍্যাম বাংলা গানের একজন কিংবদন্তি। তিনি সব সময় আমার একজন শ্রদ্ধাভাজন মুরব্বি ছিলেন। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলা সংগীতের ইতিহাসে। তাঁর এই প্রয়াণ আমাদের শোকাহত করেছে। মহান এই শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত