সড়কে দ্বিগুণ ভাড়া বিপাকে যাত্রীরা

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০৭: ০২
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৩: ৩৮

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি বাজারে লোকজন আসা কমে গেছে।

জানা গেছে, উপজেলা সদর থেকে অটোরিকশায় রাঙামাটি ও মানিকছড়ি যাতায়াতে জনপ্রতি ২০০ টাকা নেওয়া হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির আগে এই ভাড়া ছিল ১২০ টাকা। এ ছাড়া উপজেলা সদর থেকে বগাছড়ি এলাকা পর্যন্ত ১০-১২ কিলোমিটার সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলে ভাড়া রাখা হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। আগে এই ভাড়া ছিল ৬০ টাকা।

এদিকে উপজেলা সদর থেকে ইসলামপুর এলাকায় মাত্র তিন কিলোমিটার সড়কে অটোরিকশা ও মোটরসাইকেল ভাড়া রাখা হচ্ছে জন প্রতি ৪০ থেকে ৫০ টাকা। জ্বালানি তেলের দাম বাড়ার আগে ভাড়া ছিল অটোরিকশায় ২০ টাকা ও মোটরসাইকেলে ৩০ টাকা।

নানিয়ারচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, ‘আমার এলাকা বুড়িঘাট থেকে নানিয়ারচর সদরে আসতে মোটরসাইকেলে আগে জনপ্রতি রাখা হতো ৩৫০ টাকা, এখন রাখা হচ্ছে ৮০০ টাকা করে।’

হঠাৎ গাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় নানিয়ারচর সদর বাজারে খুব কম লোক আসছে। এতে অসন্তোষ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এলাকার আশপাশের লোকজন আগের তুলনায় বাজারে আসা কমিয়ে দিয়েছে। গাড়ি ভাড়া বেশি দিয়ে বাজারে আসতে চাইছেন না অনেকেই।

উপজেলার অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. ইউনুস এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার পর পরই অটোরিকশা চালক সমিতি বাড়া বাড়িয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত