ফুলেল শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৫
Thumbnail image

বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে বিভিন্ন স্থানে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনভর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্মরণ করেছে ভয়াল সেই হত্যাযজ্ঞের ঘটনা। আজকের পত্রিকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর–

ইবি (কুষ্টিয়া) : নানা কর্মসূচির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। পৌনে ১০টায় প্রশাসন ভবন চত্বর হতে বের করা হয় শোক র‍্যালি। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে সমবেত হয়। সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

এরপর বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্রসংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

কুষ্টিয়া: দিবসটি উপলক্ষে সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহা. সাইদুল ইসলাম। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।

কুমারখালী (কুষ্টিয়া) : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুমারখালীতে আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে গতকাল সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

দৌলতপুর (কুষ্টিয়া) : যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে দৌলতপুরে। গতকাল সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

ভেড়ামারা (কুষ্টিয়া) : ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল র‍্যালি হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারের সভাপতিত্বে সভাকক্ষে আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠুসহ অনেকে।

চুয়াডাঙ্গা: শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র‍্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকাল ৬টায় শহরের শহীদ হাসান চত্বরের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় প্রশাসন। পরে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

মেহেরপুর: শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও শোক র‍্যালির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মনছুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম ও বীর মুক্তিযোদ্ধারা। পরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আলোচনা সভার হয়। এতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মুজিবনগর (মেহেরপুর) : পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মুজিবনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এদিন সকালে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার ও মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়।

গাংনী (মেহেরপুর) : গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এ উপলক্ষে গাংনী উপজেলা শহরে একটি র‍্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন মেহেরপুর–২ আসনের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। র‍্যালি শেষে মুক্তিযুদ্ধে নিহত শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত