Ajker Patrika

ইউপি নির্বাচনে হ্যাটট্রিক জয় খালেদার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২৩: ৩১
ইউপি নির্বাচনে হ্যাটট্রিক জয় খালেদার

নরসিংদীর রায়পুরা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে টানা তিনবার জয়ী হয়েছেন খালেদা পারভীন। গত ১১ নভেম্বর ৬২৫ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে নির্বাচনে হ্যাটট্রিক জয়লাভ করেন তিনি।

জানা গেছে, উপজেলার আমিরগঞ্জ ইউপিতে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচন করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোরশেদ আলমের স্ত্রী খালেদা পারভীন। এবারও তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হারিয়ে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে গত ২০১১ সালে ১ হাজার ২৮৪ ভোটে ও ২য় বার ১ হাজার ৫৯৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

খালেদা পারভীন বলেন, ‘মানুষের সেবা করার তৃতীয়বার সুযোগ পেলাম। আলহামদুলিল্লাহ। যত দিন বাঁচব তত দিন মানুষের সেবা করে যেতে চাই। ভবিষ্যতেও জনকল্যাণমুখী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত