Ajker Patrika

১২ ইউপিতে ১৮ বিদ্রোহী নৌকাডুবির আশঙ্কা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫: ৫৩
১২ ইউপিতে ১৮ বিদ্রোহী নৌকাডুবির আশঙ্কা

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের নরসিংদীর রায়পুরায় ১২টি ইউপিতে ভোট হবে আগামী ২৮ নভেম্বর। উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ টি ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ৫৩ জন। আর আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে দলের বিদ্রোহী হয়েছেন ১৮ জন। এতে নৌকার ভরাডুবির আশঙ্কা করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এ দিকে উপজেলা আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে বিদ্রোহীদের পক্ষ নিয়ে নৌকার বিরুদ্ধে যারা কাজ করবেন তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে স্বস্তিতে নেই দলীয় নেতা কর্মীর। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ইউপিতে দল কয়েক ভাগে বিভক্ত হয় হয়ে পড়েছে। নৌকার বিরুদ্ধে বেপরোয়া হয়ে উঠেছেন বিদ্রোহী প্রার্থী ও সমর্থকেরা। তাঁদের আশঙ্কা বিদ্রোহীদের কাছে ধরশায়ী হতে পারেন দলীয় প্রার্থীরা।

রায়পুরা ইউপিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ফারুক হোসেন। পলাশতুলী ইউপিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন জাহাঙ্গীর আলম ভূঁইয়া। বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন মোস্তফা কামাল আহমদ ও কাজী নুর আহাম্মেদ। আদিয়াবাদ ইউপিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. সেলিম। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মাইন উদ্দিন ও আবুল কাসেম। মরজাল ইউপিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সানজিদা সুলতান। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন মো. আতাউর রহমান।

ডৌকারচর ইউপিতে নৌকা প্রতীকে লড়ছেন মো. গোলাম মোস্তফা। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আমিনুল হক লিটন ও মো মাসুদ মিয়া। উত্তর বাখরনগর ইউপিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. হাবিব উল্লাহ। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ওমর ফারুক ও মো. ফজলুল হক ভূঁইয়া। রাধানগর ইউপিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. মোহর মিয়া। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তাজুল ইসলাম ও খোরশেদ আলম। মির্জাপুর ইউপিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো আবদুস সাদেক। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মঞ্জুর এলাহী ও মো আসাদুল্লাহ ভূঁইয়া। মহেশপুর ইউপিতে নৌকা প্রতীকে লড়ছেন মো. আব্দুর রউফ। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ফরহাদ হোসেন চাঁন মিয়া।

মুছাপুর ইউপিতে নৌকা প্রতীকে লড়ছেন মো. হোসেন ভূঁইয়া। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সানাউল্লাহ ভূঁইয়া জসিম। অলিপুরা ইউপিতে নৌকার প্রার্থী মো. আল আমিন ভুইঁয়া। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. ওবায়দুল হক ও আলী আহমেদ দুলু। চান্দেরকান্দি ইউপিতে নৌকা প্রতীকে লড়ছেন মো খোরশেদ আলম। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মেজবাহ উদ্দিন খন্দকার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন বলেন, ‘নির্বাচনের সকল বিষয়ে সব সময় খোঁজখবর রাখা হচ্ছে। নৌকার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। যেই বিরোধিতা করুক, পরবর্তীতে দোষীদের চিহ্নিত করে সাংগঠনিক শাস্তির মুখোমুখি করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত