পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের দিনের পরিবেশ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন প্রধান এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর সমর্থকেরা। আগামীকাল ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্প্রতি বিভক্ত হওয়া এ ইউনিয়নের তিনদিকে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা ও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার জন্য তাঁদের এ আশঙ্কা বিরাজ করছে।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি–জেপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ ৬ জন প্রার্থী রয়েছেন। তবে এদের মধ্যে মাঠে রয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেন ও জেপি মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী শাহীন হাওলাদার। এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কার কারণে তফসিল ঘোষণার পর থেকেই পত্তাশী বাজারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বাইসাইকেল প্রতীকের প্রার্থী শাহীনের অভিযোগ, নৌকা প্রতীকের লোকজন তাঁর কর্মী–সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী মোয়াজ্জেম হোসেন দাবি করেন, গত দুই নির্বাচনে ভোটারেরা তাঁকে বিপুল পরিমাণে ভোট দিয়ে বিজয়ী করেছে। নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে শাহীন তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন।
ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সচেষ্ট রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের দিনের পরিবেশ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন প্রধান এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর সমর্থকেরা। আগামীকাল ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্প্রতি বিভক্ত হওয়া এ ইউনিয়নের তিনদিকে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা ও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার জন্য তাঁদের এ আশঙ্কা বিরাজ করছে।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি–জেপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ ৬ জন প্রার্থী রয়েছেন। তবে এদের মধ্যে মাঠে রয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেন ও জেপি মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী শাহীন হাওলাদার। এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কার কারণে তফসিল ঘোষণার পর থেকেই পত্তাশী বাজারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বাইসাইকেল প্রতীকের প্রার্থী শাহীনের অভিযোগ, নৌকা প্রতীকের লোকজন তাঁর কর্মী–সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী মোয়াজ্জেম হোসেন দাবি করেন, গত দুই নির্বাচনে ভোটারেরা তাঁকে বিপুল পরিমাণে ভোট দিয়ে বিজয়ী করেছে। নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে শাহীন তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন।
ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সচেষ্ট রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪