নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। গত সোমবার কর্নিয়া নিয়ে এসেছেন ‘ক্রেজি গার্ল’ শিরোনামের নতুন গান। কর্নিয়ার গাওয়া গান এবং সাম্প্রতিক নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
ক্রেজি গার্ল নামের নতুন গান প্রকাশ করলেন। কেমন হয়েছে গানটি?
সোমবার আমার ইউটিউব চ্যানেল থেকে ‘ক্রেজি গার্ল’ গানটি প্রকাশ পেয়েছে। আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আদিব। আর র্যাপ অংশটুকু গেয়েছেন টিএইচটি। সজীব ভুইয়ার কথায় সুর ও সংগীত করেছেন আদিব। রিলিজের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। ফেসবুক পেজে গানটি শেয়ার করার পর অনেকে ইতিবাচক মন্তব্য করছেন।
ধারাবাহিকভাবে ইউটিউবে গান প্রকাশ করছেন। কেমন সাড়া পাচ্ছেন?
ভালো সাড়া পাচ্ছি। আমার নিজস্ব একটা শ্রোতা তৈরি হয়েছে। ইউটিউবের একটা নিয়ম আছে, সেখানে নিয়মিত কনটেন্ট দিতে হয়। অনেকে বিভিন্ন বিষয়ে ভ্লগ বানাচ্ছে। আমি যেহেতু গানের বাইরে কিছু করি না, তাই নিয়মিত গানটাই আপলোডের চেষ্টা করছি।
এখন তো গানের সঙ্গে মিউজিক ভিডিও অনেক গুরুত্ব পাচ্ছে। এ বিষয়ে আপনার কী মন্তব্য?
এখন ভিডিওর চাহিদা অনেক। আমার ইউটিউব চ্যানেলে শুধু গান আপলোড করেছিলাম। কিন্তু সেই গানের তেমন ভিউ হচ্ছে না। মানুষের কাছে পৌঁছাচ্ছে না। ভিডিও ছোট আকারের হলেও মানুষ সেটা দেখছে। তাই গান তৈরির সময় ভিডিওর কথা মাথায় রাখতেই হচ্ছে। তবে সবার ক্ষেত্রে এমনটা না-ও হতে পারে। যেমন বাপ্পাদা, হাবিব ভাইদের মতো বড় শিল্পীদের আলাদা শ্রোতা রয়েছে। তাঁদের অডিও গানও মানুষ শুনছে।
একসময় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো শিল্পীদের গান প্রকাশ করত। এখন শিল্পীরা নিজেদের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছেন। বিষয়টি কীভাবে দেখেন?
নিজের ইউটিউব চ্যানেল থেকে গান প্রকাশ করার অবশ্যই কারণ আছে। একটা গান তৈরির জন্য যে বাজেট প্রয়োজন, সেটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে না। যারা ভাইরাল হচ্ছে, তাদের পেছনেই ইনভেস্ট করছে বেশি। কিন্তু ইউটিউবে যারা অত বেশি জনপ্রিয় নন, তাঁদের সেভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে না। এ ছাড়া গান রিলিজের আগে প্রতিষ্ঠানগুলো অতটা প্রচারও করে না। তাই নিজের ইউটিউব চ্যানেলকে কেন্দ্র করেই অনেকে এগোচ্ছেন।
প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কি গানে মনোযোগ দিচ্ছে না বলে মনে হয়?
প্রতিষ্ঠানগুলো তো এখন নাটক নির্মাণে বেশি মনোযোগী। এর পেছনে অবশ্য অর্থনৈতিক বিষয় জড়িত। ইউটিউবে যত বেশি মিনিট ভিউ, তত আয়। গানের ক্ষেত্রে দেখা যায়, এক মিনিটের পর দর্শক বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে শেষ পর্যন্ত কী হয়, তা জানার জন্য নাটকের ভিউ টাইম অনেক হয়। স্বাভাবিকভাবেই ৩ মিনিটের গানের সঙ্গে ৩০ মিনিটের নাটকের তুলনা করতে পারেন না। অর্থনৈতিক কারণেই প্রতিষ্ঠানগুলো নাটকে মনোযোগী হচ্ছে।
বিজয় দিবস উপলক্ষে দেশের গান গেয়েছেন। সে বিষয়ে বলুন।
বিজয় দিবস উপলক্ষে ‘সোনার বাংলাদেশ দেখতে চাই’ শিরোনামের গানে আমিসহ চারজন শিল্পী কণ্ঠ দিয়েছি। আমার সঙ্গে আছেন জয় শাহরিয়ার, এলিটা করিম ও কিশোর দাস। হাসানুজ্জামান মাসুমের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। মিউজিক ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। বিজয় দিবস উপলক্ষে হাসানুজ্জামানের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
মৌলিক গানে নিয়মিত হলেও সিনেমার গানে আপনাকে পাওয়া যায় না। কেন?
এর উত্তরে বলতে হয়, জোর যার মুলুক তার। পলিটিকসের একটা বিষয় এখানে বিরাজমান। একজনের ভয়েস দেওয়ার পরেও সেই গানের শিল্পী পরিবর্তন হয়ে যাচ্ছে। যারা একটি পক্ষের সঙ্গে সম্পর্ক রাখতে পারছে, তারাই বেশি গান করছে। এসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আগে দেখা যেত, সুরকার সিদ্ধান্ত নিচ্ছেন কোন শিল্পী কোন গানে কণ্ঠ দেবেন। এখন সিনেমার পরিচালক, প্রযোজকদের পাশাপাশি নায়ক-নায়িকারাও শিল্পী নির্বাচন করছেন। তাই সিনেমার গানে আমাকে কম পাওয়া যায়।
এমন সিন্ডিকেটের কারণে অনেক শিল্পীই তো বঞ্চিত হচ্ছেন। এর থেকে উত্তরণের উপায় কী?
প্লেব্যাকে অনেকই বঞ্চিত হচ্ছেন, এটা অস্বীকার করার উপায় নেই। গুটিকয়েক শিল্পীকে দিয়ে গান গাওয়ানোটা দুঃখজনক। সব গান কিন্তু সবার কণ্ঠে ভালো লাগবে না। আমার মনে হয় শিল্পী নির্বাচনের বিষয়টি সুরকার, সংগীত পরিচালকদের কাছে ছেড়ে দেওয়া উচিত।
এখন তো স্টেজ শোর সময়। কেমন চলছে ব্যস্ততা?
সামনেই জাতীয় নির্বাচন। তাই গত বছরের তুলনায় এবার ব্যস্ততা কম। আশা করছি নির্বাচনের পর ব্যস্ততা বাড়বে। এরপরেও এ মাসে আমার অনেক শো আছে। কয়েক দিন আগে নারায়ণগঞ্জে কনসার্ট করলাম। সামনেই ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু কনসার্টে গাইব।
সামনে নতুন আর কী গান আসছে?
বিজয় দিবস উপলক্ষে দেশের গানটি প্রকাশ পাবে। এ ছাড়া আগামী বছর বড় ধামাকা নিয়ে আসব। এরই মধ্যে পরিকল্পনা শুরু করেছি। বিস্তারিত পরে জানাব।
নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। গত সোমবার কর্নিয়া নিয়ে এসেছেন ‘ক্রেজি গার্ল’ শিরোনামের নতুন গান। কর্নিয়ার গাওয়া গান এবং সাম্প্রতিক নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
ক্রেজি গার্ল নামের নতুন গান প্রকাশ করলেন। কেমন হয়েছে গানটি?
সোমবার আমার ইউটিউব চ্যানেল থেকে ‘ক্রেজি গার্ল’ গানটি প্রকাশ পেয়েছে। আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আদিব। আর র্যাপ অংশটুকু গেয়েছেন টিএইচটি। সজীব ভুইয়ার কথায় সুর ও সংগীত করেছেন আদিব। রিলিজের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। ফেসবুক পেজে গানটি শেয়ার করার পর অনেকে ইতিবাচক মন্তব্য করছেন।
ধারাবাহিকভাবে ইউটিউবে গান প্রকাশ করছেন। কেমন সাড়া পাচ্ছেন?
ভালো সাড়া পাচ্ছি। আমার নিজস্ব একটা শ্রোতা তৈরি হয়েছে। ইউটিউবের একটা নিয়ম আছে, সেখানে নিয়মিত কনটেন্ট দিতে হয়। অনেকে বিভিন্ন বিষয়ে ভ্লগ বানাচ্ছে। আমি যেহেতু গানের বাইরে কিছু করি না, তাই নিয়মিত গানটাই আপলোডের চেষ্টা করছি।
এখন তো গানের সঙ্গে মিউজিক ভিডিও অনেক গুরুত্ব পাচ্ছে। এ বিষয়ে আপনার কী মন্তব্য?
এখন ভিডিওর চাহিদা অনেক। আমার ইউটিউব চ্যানেলে শুধু গান আপলোড করেছিলাম। কিন্তু সেই গানের তেমন ভিউ হচ্ছে না। মানুষের কাছে পৌঁছাচ্ছে না। ভিডিও ছোট আকারের হলেও মানুষ সেটা দেখছে। তাই গান তৈরির সময় ভিডিওর কথা মাথায় রাখতেই হচ্ছে। তবে সবার ক্ষেত্রে এমনটা না-ও হতে পারে। যেমন বাপ্পাদা, হাবিব ভাইদের মতো বড় শিল্পীদের আলাদা শ্রোতা রয়েছে। তাঁদের অডিও গানও মানুষ শুনছে।
একসময় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো শিল্পীদের গান প্রকাশ করত। এখন শিল্পীরা নিজেদের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছেন। বিষয়টি কীভাবে দেখেন?
নিজের ইউটিউব চ্যানেল থেকে গান প্রকাশ করার অবশ্যই কারণ আছে। একটা গান তৈরির জন্য যে বাজেট প্রয়োজন, সেটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে না। যারা ভাইরাল হচ্ছে, তাদের পেছনেই ইনভেস্ট করছে বেশি। কিন্তু ইউটিউবে যারা অত বেশি জনপ্রিয় নন, তাঁদের সেভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে না। এ ছাড়া গান রিলিজের আগে প্রতিষ্ঠানগুলো অতটা প্রচারও করে না। তাই নিজের ইউটিউব চ্যানেলকে কেন্দ্র করেই অনেকে এগোচ্ছেন।
প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কি গানে মনোযোগ দিচ্ছে না বলে মনে হয়?
প্রতিষ্ঠানগুলো তো এখন নাটক নির্মাণে বেশি মনোযোগী। এর পেছনে অবশ্য অর্থনৈতিক বিষয় জড়িত। ইউটিউবে যত বেশি মিনিট ভিউ, তত আয়। গানের ক্ষেত্রে দেখা যায়, এক মিনিটের পর দর্শক বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে শেষ পর্যন্ত কী হয়, তা জানার জন্য নাটকের ভিউ টাইম অনেক হয়। স্বাভাবিকভাবেই ৩ মিনিটের গানের সঙ্গে ৩০ মিনিটের নাটকের তুলনা করতে পারেন না। অর্থনৈতিক কারণেই প্রতিষ্ঠানগুলো নাটকে মনোযোগী হচ্ছে।
বিজয় দিবস উপলক্ষে দেশের গান গেয়েছেন। সে বিষয়ে বলুন।
বিজয় দিবস উপলক্ষে ‘সোনার বাংলাদেশ দেখতে চাই’ শিরোনামের গানে আমিসহ চারজন শিল্পী কণ্ঠ দিয়েছি। আমার সঙ্গে আছেন জয় শাহরিয়ার, এলিটা করিম ও কিশোর দাস। হাসানুজ্জামান মাসুমের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। মিউজিক ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। বিজয় দিবস উপলক্ষে হাসানুজ্জামানের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
মৌলিক গানে নিয়মিত হলেও সিনেমার গানে আপনাকে পাওয়া যায় না। কেন?
এর উত্তরে বলতে হয়, জোর যার মুলুক তার। পলিটিকসের একটা বিষয় এখানে বিরাজমান। একজনের ভয়েস দেওয়ার পরেও সেই গানের শিল্পী পরিবর্তন হয়ে যাচ্ছে। যারা একটি পক্ষের সঙ্গে সম্পর্ক রাখতে পারছে, তারাই বেশি গান করছে। এসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আগে দেখা যেত, সুরকার সিদ্ধান্ত নিচ্ছেন কোন শিল্পী কোন গানে কণ্ঠ দেবেন। এখন সিনেমার পরিচালক, প্রযোজকদের পাশাপাশি নায়ক-নায়িকারাও শিল্পী নির্বাচন করছেন। তাই সিনেমার গানে আমাকে কম পাওয়া যায়।
এমন সিন্ডিকেটের কারণে অনেক শিল্পীই তো বঞ্চিত হচ্ছেন। এর থেকে উত্তরণের উপায় কী?
প্লেব্যাকে অনেকই বঞ্চিত হচ্ছেন, এটা অস্বীকার করার উপায় নেই। গুটিকয়েক শিল্পীকে দিয়ে গান গাওয়ানোটা দুঃখজনক। সব গান কিন্তু সবার কণ্ঠে ভালো লাগবে না। আমার মনে হয় শিল্পী নির্বাচনের বিষয়টি সুরকার, সংগীত পরিচালকদের কাছে ছেড়ে দেওয়া উচিত।
এখন তো স্টেজ শোর সময়। কেমন চলছে ব্যস্ততা?
সামনেই জাতীয় নির্বাচন। তাই গত বছরের তুলনায় এবার ব্যস্ততা কম। আশা করছি নির্বাচনের পর ব্যস্ততা বাড়বে। এরপরেও এ মাসে আমার অনেক শো আছে। কয়েক দিন আগে নারায়ণগঞ্জে কনসার্ট করলাম। সামনেই ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু কনসার্টে গাইব।
সামনে নতুন আর কী গান আসছে?
বিজয় দিবস উপলক্ষে দেশের গানটি প্রকাশ পাবে। এ ছাড়া আগামী বছর বড় ধামাকা নিয়ে আসব। এরই মধ্যে পরিকল্পনা শুরু করেছি। বিস্তারিত পরে জানাব।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪