পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
পর্যটনকেন্দ্র সমুদ্রসৈকত কুয়াকাটায় নির্মিত হচ্ছে আধুনিক বাস টার্মিনাল। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। জমি ভরাট, গাইড ওয়ালের কাজ চলছে দ্রুতগতিতে। বাস টার্মিনাল হলে সমুদ্র এলাকায় যানজট ও পর্যটকদের ভোগান্তি কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় ঈদুল ফিতর, ঈদুল আজহা, জাতীয় দিবস, সরকারি ছুটিসহ বিভিন্ন ছুটি কাটাতে প্রকৃতির নানা আয়োজন উপভোগ করতে মানুষ ছুটে আসেন। বাস টার্মিনাল না থাকায় পর্যটকদের বহনকারী বাস, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ নানা যানবাহন মহাসড়কে রাখা হয়। ফলে জিরো পয়েন্ট থেকে মহাসড়কের এক কিলোমিটার অংশজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
জানা যায়, ইতিমধ্যে ভোগান্তি কমাতে কুয়াকাটার তুলাতলী এলাকায় ছয় একর জমির ওপর কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণকাজ শুরু করেছে কর্তৃপক্ষ। মেকানিক্যাল গ্যারেজ, রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, যাত্রীছাউনিসহ নানা সুযোগ-সুবিধাসংবলিত আধুনিক স্ট্যান্ড নির্মিত হচ্ছে। টার্মিনাল নির্মাণের মধ্য দিয়ে পর্যটকদের ভোগান্তি কমবে এবং ব্যবসায়ীদের পণ্য বিক্রি বাড়বে বলেও মনে করেন পর্যটনসংশ্লিষ্টরা।
এ ছাড়া বাস টার্মিনাল নির্মাণকাজ শুরু করায় খুশি চালকসহ আগত পর্যটকেরা। অন্য বাস টার্মিনালের মতো যেন কয়েক দিনে কুয়াকাটার স্ট্যান্ড নষ্ট না হয় এবং বাস টার্মিনালের কাজ যাতে সঠিকভাবে ও দ্রুত শেষ হয়, এ জন্য সরকারের সার্বিক তদারকির দাবি জানান বাসচালক ও পর্যটকেরা।
খন্দকার পরিবহনের মালিক সোহাগ মিয়া বলেন, ‘কুয়াকাটায় বাস টার্মিনাল না থাকায় আমাদের যেমন ভোগান্তি, তেমনি সাধারণ মানুষেরও ভোগান্তি হয়। শুনলাম বাস টার্মিনালের কাজ চলছে, এখন ঠিকভাবে কাজ শেষ করতে পারলে সবার উপকার হবে।’
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘কুয়াকাটায় স্থায়ী বাস টার্মিনাল না থাকায় গাড়িগুলো সড়কের পাশেই রাখা হয়। এ ছাড়া এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। যে কারণে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার সড়কে যানজট লেগে থাকে। এতে পর্যটকদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়। এখন বাস টার্মিনাল হচ্ছে, আশা করি আর ভোগান্তিতে পড়তে হবে না পর্যটকদের।’
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘তুলতলীতে ছয় একর জমির ওপর বাস টার্মিনাল নির্মাণকাজ চলছে। এ মাসের মধ্যে বালু ভরাটের কাজ শেষ হবে। জানুয়ারি মাস থেকেই নতুন বাসটার্মিনালে বাস রাখা যাবে।’
পর্যটনকেন্দ্র সমুদ্রসৈকত কুয়াকাটায় নির্মিত হচ্ছে আধুনিক বাস টার্মিনাল। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। জমি ভরাট, গাইড ওয়ালের কাজ চলছে দ্রুতগতিতে। বাস টার্মিনাল হলে সমুদ্র এলাকায় যানজট ও পর্যটকদের ভোগান্তি কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় ঈদুল ফিতর, ঈদুল আজহা, জাতীয় দিবস, সরকারি ছুটিসহ বিভিন্ন ছুটি কাটাতে প্রকৃতির নানা আয়োজন উপভোগ করতে মানুষ ছুটে আসেন। বাস টার্মিনাল না থাকায় পর্যটকদের বহনকারী বাস, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ নানা যানবাহন মহাসড়কে রাখা হয়। ফলে জিরো পয়েন্ট থেকে মহাসড়কের এক কিলোমিটার অংশজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
জানা যায়, ইতিমধ্যে ভোগান্তি কমাতে কুয়াকাটার তুলাতলী এলাকায় ছয় একর জমির ওপর কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণকাজ শুরু করেছে কর্তৃপক্ষ। মেকানিক্যাল গ্যারেজ, রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, যাত্রীছাউনিসহ নানা সুযোগ-সুবিধাসংবলিত আধুনিক স্ট্যান্ড নির্মিত হচ্ছে। টার্মিনাল নির্মাণের মধ্য দিয়ে পর্যটকদের ভোগান্তি কমবে এবং ব্যবসায়ীদের পণ্য বিক্রি বাড়বে বলেও মনে করেন পর্যটনসংশ্লিষ্টরা।
এ ছাড়া বাস টার্মিনাল নির্মাণকাজ শুরু করায় খুশি চালকসহ আগত পর্যটকেরা। অন্য বাস টার্মিনালের মতো যেন কয়েক দিনে কুয়াকাটার স্ট্যান্ড নষ্ট না হয় এবং বাস টার্মিনালের কাজ যাতে সঠিকভাবে ও দ্রুত শেষ হয়, এ জন্য সরকারের সার্বিক তদারকির দাবি জানান বাসচালক ও পর্যটকেরা।
খন্দকার পরিবহনের মালিক সোহাগ মিয়া বলেন, ‘কুয়াকাটায় বাস টার্মিনাল না থাকায় আমাদের যেমন ভোগান্তি, তেমনি সাধারণ মানুষেরও ভোগান্তি হয়। শুনলাম বাস টার্মিনালের কাজ চলছে, এখন ঠিকভাবে কাজ শেষ করতে পারলে সবার উপকার হবে।’
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘কুয়াকাটায় স্থায়ী বাস টার্মিনাল না থাকায় গাড়িগুলো সড়কের পাশেই রাখা হয়। এ ছাড়া এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। যে কারণে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার সড়কে যানজট লেগে থাকে। এতে পর্যটকদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়। এখন বাস টার্মিনাল হচ্ছে, আশা করি আর ভোগান্তিতে পড়তে হবে না পর্যটকদের।’
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘তুলতলীতে ছয় একর জমির ওপর বাস টার্মিনাল নির্মাণকাজ চলছে। এ মাসের মধ্যে বালু ভরাটের কাজ শেষ হবে। জানুয়ারি মাস থেকেই নতুন বাসটার্মিনালে বাস রাখা যাবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে