বাবার হাতে ছেলে, ভাইয়ের হাতে বোন ও ভাবি খুন

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১০: ১৫

মেহেরপুরের গাংনীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বিরুদ্ধে আপন বোন ও অন্য ভাইয়ের স্ত্রীকে (ভাবি) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় বাবার হাতে মাদকাসক্ত ছেলে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া চট্টগ্রামে হাত-পা বাঁধা এক পরিবহনশ্রমিকের লাশ এবং সুনামগঞ্জে অপহরণের চার দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর:

মেহেরপুর: গাংনীতে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের বিরুদ্ধে আপন বোন ও অন্য ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন একই গ্রামের আব্দুল আজিজের মেয়ে জ্যোৎস্না খাতুন (৫৫) এবং গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া খাতুন (৪৫)। এ ঘটনায় জাহিদ হাসান ও তাঁর বোন শামিমা খাতুন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘাতক মহিবুল ইসলাম ওহিদ আব্দুল আজিজের ছোট ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

নিহত জাকিয়া খাতুনের ভাই মেজবাহুর রহমান তোহা বলেন, ‘জমিজমা-সংক্রান্ত বিরোধের কারণে আমার বোনকে কুপিয়ে হত্যা করেছে মহিবুল ইসলাম ওহিদ। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, মহিবুল ইসলাম ওহিদের সঙ্গে তাঁর মেজ ভাই জাহিদ হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল ঘটনার সময় পুকুরে মাছ দেওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জ্যোৎস্না খাতুন ও জাকিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করা হয়।

নেত্রকোনা: কেন্দুয়ায় বাবার লাঠির আঘাতে মাদকাসক্ত ছেলে সুমন মিয়া (৩৫) নিহত হয়েছেন। গতকাল কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার উপজেলার আঙ্গারোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন একই গ্রামের শাহেদ মোড়লের ছেলে। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম: নগরের সাগরপাড়ের সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. তারেক (৩৮) নামের এক পরিবহনশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে পাহাড়তলী থানাধীন রাসমণি ঘাটসংলগ্ন সাগরপাড়ের লিংক রোডের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক নগরের চন্দনপুরা এলাকার বাসিন্দা। তিনি নগরের দামপাড়ায় অবস্থিত সেজুতি ট্রাভেলস নামে একটি পরিবহন কোম্পানির বাস কাউন্টারের কলারম্যান হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ধারণা করছে, ওই যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করে। পরে তাঁর প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল নম্বরের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

সুনামগঞ্জ: জগন্নাথপুরে নৌকাবাইচ দেখানোর কথা বলে সারজিদ আহমদ (৯) নামের এক শিশুকে অপহরণের চার দিন পর তার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার ইনাতগঞ্জ (উমরপুর) এলাকার একটি মাছের ফিশারি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত