Ajker Patrika

এমিতে ‘সাকসেশন’ ও ‘দ্য বিয়ার’-এর বাজিমাত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮: ১৯
এমিতে ‘সাকসেশন’ ও ‘দ্য বিয়ার’-এর বাজিমাত

অনুষ্ঠিত হয়ে গেল টেলিভিশন দুনিয়ার মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ডস’-এর এবারের আসর। গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের পর এবার এমি পুরস্কারেও বাজিমাত করেছে ‘সাকসেশন’ ও ‘দ্য বিয়ার’। সর্বোচ্চ ছয়টি করে পুরস্কার পেয়েছে সিরিজ দুটি। 

গত বছরের সেপ্টেম্বরে এই অ্যাওয়ার্ড আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হলিউডে অভিনেতা ও লেখকদের ধর্মঘটের কারণে জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছিল অনুষ্ঠানটি। ১৫ জানুয়ারি রাতে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল এমি অ্যাওয়ার্ডসের ৭৫তম আসর।

পুরস্কার হাতে এমি বিজয়ীরা। ছবি: ইনস্টাগ্রাম এবার সেরা ড্রামা সিরিজ নির্বাচিত হয়েছে বংশপরম্পরাকে কেন্দ্র করে নির্মিত এইচবিও চ্যানেলের সাকসেশন। ২০১৮ সাল থেকে প্রচারিত হয়ে আসছে সিরিজটি। গত বছর দেখা গেছে এর চতুর্থ সিজন।

এই সিরিজের মূল চরিত্রে অভিনয়ের জন্য এমিতে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেতা কিয়েরান কুলকিন ও অভিনেত্রী সারা স্নুক।

এমির মতো গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসেও সেরা হয়েছেন এই দুই অভিনয়শিল্পী। সেরা কমেডি সিরিজের পুরস্কার ঘরে তুলেছে এফএক্সের ‘দ্য বিয়ার’। নেটফ্লিক্সের ‘বিফ’ জিতে নিয়েছে সেরা অ্যানথোলজি সিরিজের পুরস্কার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত